ভারতের পরের টেস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। আরও একটা গোলাপি বলের টেস্ট। সেই টেস্টে যদি ৪৩ রানের কমে আউট হয়ে যান বিরাট, তা হলে ৫০-এর নীচে নেমে যাবে তাঁর গড়। ৪৯ টেস্ট পর এমন ঘটনা ঘটবে।
চিন্তায় কোহলী। —ফাইল চিত্র
৫২তম টেস্ট খেলার সময় ৫০ গড় পার করেছিলেন বিরাট কোহলী। তার পর থেকে ৪৯টি টেস্ট খেলে ফেললেও সেই গড় কখনও ৫০-এর নীচে নামেনি। এ বার সেই আশঙ্কাও দেখা যাচ্ছে।
টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ বনাম ভারত গোলাপি বলের টেস্টের পর এখনও অবধি শতরান আসেনি বিরাটের ব্যাটে। মোহালিতে শততম টেস্টও খেলে ফেললেন তিনি। সেই ম্যাচে ৪৫ রান করেন বিরাট। এ বার আশঙ্কা ৫০-এর নীচে নেমে যেতে পারে বিরাটের টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড়।
এখনও অবধি তিন ধরনের ক্রিকেটেই বিরাটের গড় ৫০-এর উপরে। টি-টোয়েন্টিতে বিরাটের গড় ৫১.৫, এক দিনের ক্রিকেটে তাঁর গড় ৫৮.০৭ এবং টেস্ট ক্রিকেটে বিরাটের গড় ৫০.৩৫।
ভারতের পরের টেস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। আরও একটা গোলাপি বলের টেস্ট। সেই টেস্টে যদি ৪৩ রানের কমে আউট হয়ে যান বিরাট, তা হলে ৫০-এর নীচে নেমে যাবে তাঁর গড়। ৪৯তম টেস্ট পর এমন ঘটনা ঘটবে।
টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সুনীল গাওস্করের গড় কখনও ৫০-এর নীচে নামেনি। সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় এক বার টেস্টে ৫০ গড় ছুঁয়ে ফেলার পর কখনও তা নামতে দেননি। বিরাটের থেকে প্রতি ম্যাচেই বড় রানের আশায় থাকেন সমর্থকরা। আইপিএল দলের হয়ে খেলার সুবাদে বেঙ্গালুরু বিরাটের ঘরের মাঠ বলা যেতেই পারে। সেই মাঠে কি বড় রান করে ছন্দে ফিরবেন কোহলী?