Virat Kohli

Virat Kohli: ‘ভারতের অন্যতম সেরা’, কোহলীর শততম টেস্টের আগে শুভেচ্ছা সচিন, সৌরভ, দ্রাবিড়ের

ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে শুক্রবার মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ২১:২৬
Share:

কোহলীকে নিয়ে কে কী বললেন ফাইল ছবি

ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে শুক্রবার মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলী। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রাক্তনরা। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা।

Advertisement

বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিয়োয় কোহলীকে বার্তা পাঠিয়েছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলা সচিন বলেছেন, “অস্ট্রেলিয়ায় ২০০৭ (২০০৮)-এ থাকার সময় প্রথম বার তোমার নাম শুনেছিলাম। তোমরা তখন মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছিলে। তখনই দলের এক ক্রিকেটার তোমাকে নিয়ে কথা বলা শুরু। তোমার দিকে আলাদা করে নজর রাখতে বলে। কারণ তুমি ভাল ব্যাট করছিলেন তখন।”

সচিন আরও বলেছেন, “এর পর আমরা ভারতের হয়ে একসঙ্গে ক্রিকেট খেলেছি। খুব বেশি দিন নয়, তবে কিছু সময় কাটিয়েছি। তুমি শেখার জন্য সব সময় মুখিয়ে থাকতে। নিজের খেলাকে রোজ উন্নত করতে চাইতে। ফিটনেসের ব্যাপারে যে কারও কাছে তুমি আদর্শ। তবে তোমার সব থেকে বড় শক্তি হল, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারা। ভারতীয় ক্রিকেটে এটাই তোমার অন্যতম অবদান। এত বছর ধরে দারুণ লেগেছে তোমার খেলা দেখে। শততম টেস্টের আগে তাই অনেক শুভেচ্ছা। অসাধারণ কীর্তি। আরও অনেক বছর ক্রিকেটে কাটাও, সেই কামনাই করি।’

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ বলেছেন, ‘অসাধারণ একটা যাত্রা কোহলীর। ১০-১১ বছর আগে শুরু করে আজ যে জায়গায় পৌঁছেছে তা অনবদ্য। বিসিসিআই ছাড়াও, প্রাক্তন অধিনায়ক এবং ১০০ টেস্টের বেশি খেলা একজন ক্রিকেটার হিসেবে, তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটা দারুণ ক্রিকেটজীবন কাটিয়ে এসেছে কোহলী। কিন্তু আরও মাইলফলক গড়া বাকি রয়েছে। আশা করি সেটা করতেই থাকবে। ওকে, ওর পরিবার, কোচ এবং ক্রিকেটার হয়ে ওঠার পিছনে যাদের অবদান রয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা।’

দ্রাবিড় বর্তমান ভারতীয় দলের কোচ। স্টেডিয়ামে বসেই তিনি কোহলীকে খেলতে দেখবেন। তিনি বলেছেন, ‘১০০ টেস্ট খেলা সহজ কথা নয়। টেস্ট ক্রিকেটই কঠিন। কিন্তু ১০০ টেস্ট খেলা অসাধারণ ব্যাপার। বিরাটের গর্বিত হওয়া উচিত। প্রথম টেস্টে খেলার সময় আমি ওর সঙ্গে ব্যাটিং করছিলাম। গত ১০ বছরে যে ভাবে এগিয়ে গিয়েছে সেটা দেখে দুর্দান্ত লেগেছে। ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে অধিনায়ক হিসেবে দলকে টেনে নিয়ে গিয়েছে। বরাবর নিজে ভাল খেলেছে, ১০০ টেস্ট খেলার আগেই গড় পঞ্চাশের উপরে। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার ও।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement