Ravindra Jadeja

Ravindra Jadeja: মোহালি ম্যাচে জয়ের নায়ক, কী ভাবে টেস্ট জয় স্মরণীয় করে রাখলেন জাডেজা

ম্যাচের পর জাডেজাকে চমকে দিলেন তাঁর সতীর্থ এবং সাপোর্ট স্টাফেরা। সৌরাষ্ট্রের স্পিনারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে কেক আনা হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৬:১১
Share:

কী ভাবে জয়ের খুশি পালন হল ফাইল ছবি

শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে তিন দিনে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ব্যাটে-বলে নায়ক রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে দু’ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। ম্যাচের সেরাও স্বাভাবিক ভাবেই তিনি।

Advertisement

ম্যাচের পর জাডেজাকে চমকে দিলেন তাঁর সতীর্থ এবং সাপোর্ট স্টাফেরা। সৌরাষ্ট্রের স্পিনারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে কেক আনা হয়েছিল। হোটেলে ঢোকার মুখেই সেই কেক দেখতে পান তিনি। সবার সঙ্গে সেই কেক কাটেন এবং আনন্দ ভাগ করে নেন। ভারতীয় দলের প্রত্যেকেই জাডেজার সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

মোহালিতে জোড়া কীর্তি স্থাপন করেছেন জাডেজা। কপিল দেবের ৩৫ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। সাত নম্বরে ব্যাটিং করে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান করেছেন। পাশাপাশি, বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টের একটি ম্যাচে ১৫০ বা তার বেশি রান এবং ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন।

Advertisement

দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ১২ মার্চ। বেঙ্গালুরুতে হতে চলা এই টেস্ট দিন-রাতের হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement