শতরান করে জাডেজার উল্লাস ছবি: টুইটার
ধনঞ্জয়কে আউট করলেন অশ্বিন। শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ল।
অভিজ্ঞ ম্যাথুজকে ফেরালেন যশপ্রীত বুমরা। শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ল। তাদের রান ৩ উইকেটে ১০৩।
বল করতে এসে প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে ২৮ রানে ফেরালেন জাডেজা। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল।
১৭ রান করে অশ্বিনের বলে আউট থিরিমানে। শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০।
প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ৬ ওভারে শেষে দলের রান বিনা উইকেটে ২২।
৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় ভারতের প্রথম ইনিংস ডিক্লেয়ার দিলেন রোহিত শর্মা। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা।
জাডেজার ব্যাটে ৫৫০ রান পার ভারতের। দলের রান ৮ উইকেটে ৫৬৩। দু’শোর দিকে এগচ্ছেন জাডেজা।
ছক্কা মেরে দেড়শো করলেন রবীন্দ্র জাডেজা। ভারতের রান ৮ উইকেটে ৫২৫।
৫০০ রান পার হয়ে গেল ভারতের। ১২২ ওভারে ভারতের রান ৮ উইকেটে ৫১৪। জাডেজার রান ১৪২।
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৭ উইকেটে ৪৬৮। জাডেজা ১০২ ও জয়ন্ত যাদব ২ রান করে ব্যাট করছেন।
শতরান করলেন রবীন্দ্র জাডেজা। টেস্টে তাঁর দ্বিতীয় শতরান হল। আইপিএল-এর প্রথম মরসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেই সময় তরুণ জাডেজাকে তিনি রকস্টার বলে ডাকতেন। শতরান করেই যেন মেন্টরকে শ্রদ্ধা জানালেন জাড্ডু।
জাডেজার পরে এ বার অর্ধশতরান করলেন রবিচন্দ্রন অশ্বিনও। বড় রানের দিকে এগচ্ছে ভারত।
ভাল খেলছেন ভারতের দুই ব্যাটার। ১০১ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ৪২৩। জাডেজা ৮০ ও অশ্বিন ৪১ রান করে ব্যাট করছেন।
৯৫ ওভারে ভারতের রান ৬ উইকেটে ৩৮৭। জাডেজা ৬৪ ও অশ্বিন ২১ রান করে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের শুরুতেই অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা। ভারতের রান ৬ উইকেটে ৩৬৮।
খেলা শুরু হওয়ার আগে প্রয়াত শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হল। হাতে কালো ব্যান্ড পরে নামল দু’দল।