পোকার উৎপাতে বন্ধ থাকল খেলা। ছবি: এক্স (টুইটার)।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই সেঞ্চুরিয়নের মাঠে শুরু হয় পোকার উৎপাত। আরশদীপ সিংহের প্রথম ওভার হতেই মাঠের দখল নিয়ে নেয় হাজার হাজার পোকা। বাধ্য হয়ে খেলা বন্ধ রাখতে হন আম্পায়ারেরা। ১৮ মিনিট পর পরিস্থিতি পরিদর্শনের পর আবার শুরু হয় খেলা।
সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন মাঠকর্মীরা। তাঁরা পোকা নিধনে সক্রিয় হন। দক্ষিণ আফ্রিকায় বছরের এই সময় এমন ঘটনা অস্বাভাবিক নয়। তাই আগে থেকে প্রস্তুতি ছিল। বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়ে মাঠের পরে যাওয়া পোকাগুলিকে পরিষ্কার করার জন্য। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য পোকার দাপট কমে যায়। আবার শুরু হয় খেলা।
খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করে ১ ওভারে ৭ রান। তার আগে ভারতীয় দলের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ২১৯ রানে। ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক বর্মা। ৫০ রান এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। এ দিনও ভারতের অধিকাংশ ব্যাটার রান পেলেন না। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন।