KL Rahul

Team India: মন্থর বোলিং, তৃতীয় এক দিনের ম্যাচে মোটা জরিমানা রাহুলদের

দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। খুইয়েছে সিরিজও। এ বার শাস্তিও পেল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৬:৩২
Share:

রাহুলদের জরিমানা। ছবি রয়টার্স

দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। খুইয়েছে সিরিজও। এ বার শাস্তিও পেল ভারত। মন্থর বোলিংয়ের জন্য মোটা জরিমানা করা হল ভারতীয় দলকে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আইসিসি-র এক বিবৃতিতে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আইসিসি-র নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ে সম্পূর্ণ ওভার শেষ করতেই হবে। না হলে, নির্ধারিত সময়ের পর যতগুলি ওভার বাকি থাকবে, প্রতিটির জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হবে। রবিবার ভারতীয় বোলাররা নির্ধারিত সময়ে দু’ওভার কম বল করেছিলেন।

ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে এর কোনও শুনানি হবে না। রবিবার প্রথমে ব্যাট করে ২৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে চার রান দূরেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এক দিনের সিরিজে চুনকাম হয়েছে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement