শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২২:২৬
ম্যাচ জিতল ভারত
৪৮ রানে ম্যাচ জিতলেন ঋষভ পন্থরা। সেই সঙ্গে সিরিজে টিকে থাকল ভারত।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২২:১০
আউট রাবাডা
দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট তুলে নিলেন হর্ষল পটেল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২২:০১
আউট ক্লাসেন
ক্লাসেনকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দিলেন চহাল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:৪১
আউট মিলার
অভিজ্ঞ মিলারকে আউট করলেন হর্ষল পটেল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:৩১
আউট প্রিটোরিয়াস
প্রিটোরিয়াসকেও সাজঘরে ফেরালেন চহাল। দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:২২
দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন
রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করলেন চহাল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:১৮
আউট হেনড্রিক্স
হর্ষল পটেলের বলে আউট রিজা হেনড্রিক্স। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট পড়ল।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:০৭
আউট বাভুমা
অক্ষর পটেলের বলে আউট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২১:০২
দক্ষিণ আফ্রিকার রান ১৫
৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ১৫।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২০:৩৭
১৭৯ রানে শেষ ভারতের ইনিংস
১৭৯ রান করল ভারত। ৩১ রান করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ড্য।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২০:২৯
আউট কার্তিক
৬ রান করে আউট কার্তিকও। ১৫৮ রানে পঞ্চম উইকেট পড়ল ভারতের।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২০:১৫
আউট পন্থ
৬ রান করে আউট হয়ে গেলেন ঋষভ পন্থ।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ২০:০৩
আউট ঈশান
৫৪ রান করে প্রিটোরিয়াসের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ঈশান কিশন।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:৫৮
আউট শ্রেয়শ
শামসির বলে ১৪ রান করে আউট শ্রেয়স আয়ার।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:৫৮
অর্ধশতরান ঈশানের
৩১ বলে অর্ধশতরান করলেন ঈশান কিশন।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:৪৪
আউট গায়কোয়াড়
৩৫ বলে ৫৭ রান করে কেশব মহারাজের বলে আউট গায়কোয়াড়।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:৩৯
অর্ধশতরান গায়কোয়াড়ের
মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:২৪
ভাল খেলছেন গায়কোয়াড়
এক ওভারে আনরিখ নোকিয়াকে পাঁচটি চার মারেন গায়কোয়াড়। ভাল ছন্দে রয়েছেন তিনি। ২৩ বলে ৪৪ রান করেছেন গায়কোয়াড়।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৯:০৯
২ ওভারে ভারতের রান ১০
ক্রিজে রয়েছেন ঈশান কিশন ও রুতুরাজ গায়কোয়াড়।
শেষ আপডেট:
১৪ জুন ২০২২ ১৮:৩১
টসে হারল ভারত
পর পর তিন ম্যাচে টসে হারলেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।