Deepak Chahar

চোট পাওয়া চাহারের জায়গায় ভারতের এক দিনের দলে কে এলেন?

চোট সারিয়ে দীর্ঘ দিন পর জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ফেরেন চাহার। কিন্তু আবার চোট পেলেন তিনি। অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই হিসাবে তাঁর অস্ট্রেলিয়া যাওয়াও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৫:৪০
Share:

চোট পেয়ে ছিটকে গেলেন চাহার। ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজের জন্য ভারতীয় দলে নেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। দীপক চাহারের পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন। চোট পাওয়ায় দীপককে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে।

Advertisement

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চাহারের পিঠের পেশি শক্ত হয়ে যায়। সে জন্য প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেনি।’ চোট সারিয়ে দীর্ঘ দিন পর জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ফিরেছিলেন জোরে বোলার। ভারতীয় দলে ফেরার পর চারটি টি-টোয়েন্টি এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন চাহার। তিনি কত দিনে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কিছু জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে।

ওয়াশিংটন এখনও পর্যন্ত ভারতের হয়ে চারটি টেস্ট, চারটি এক দিনের ম্যাচ এবং ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬টি উইকেট রয়েছে তাঁর।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন চাহার। কিন্তু নতুন করে চোট পাওয়ায় তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement