এই বছর মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাভুমা। —ফাইল চিত্র
অধিনায়ক নিজেই রান পাচ্ছেন না। দলের চিন্তার কারণ হয়ে উঠেছেন টেম্বা বাভুমা। এমনটাই মনে করছেন মাখায়া এনতিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মনে করেন, কোচ মার্ক বাউচারের এই নিয়ে ভাবা উচিত।
এই বছর মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাভুমা। তাঁর মোট সংগ্রহ ৬১ রান। গড় ১৫.২৫। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ম্যাচে কোনও রানই করতে পারেননি বাভুমা। তিরুঅনন্তপুরমে দীপক চাহারের বলে আউট হন তিনি। সেই ম্যাচে যদিও দক্ষিণ আফ্রিকা দলের কোনও ব্যাটারই সে ভাবে রান করতে পারেননি। এনতিনি মনে করিয়ে দিয়েছেন যে, ওপেনার হিসাবে রিজা হেন্ড্রিক্স তৈরি আছেন। প্রাক্তন পেসার বলেন, “বাভুমা বার বার ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় মার্ক বাউচারের উচিত অন্য ক্রিকেটারদের কথা ভাবা। হেন্ড্রিক্স পর পর ম্যাচে রান করেছে।”
এনতিনি ১০১টি টেস্ট খেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৩টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ৬৬২টি আন্তর্জাতিক উইকেটের মালিক বলেন, “বাভুমার ভাবা উচিত ও কোন দিকে এগোতে চাইছে। অধিনায়ক যা করবে সেটা সকলে অনুসরণ করবে। বাভুমা নিজে যদি রান না করে তা হলে সেটা ওর পক্ষেই খারাপ হয়ে যাবে।”
ভারতের বিরুদ্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে সিরিজ়ে সমতা ফেরাতে চাইবেন বাভুমারা। সেটা না করতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলের আত্মবিশ্বাস ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে।