ম্যাচ জিতেও পিচের কথা রোহিতের মুখে। —ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত। কিন্তু প্রথম ম্যাচে ১০৭ রানে প্রতিপক্ষকে আটকে দেওয়ার পরেও সহজে জয় আসেনি। পাওয়ার প্লে-তে কিছুটা চাপেই পড়ে গিয়েছিলেন রোহিত শর্মারা। ম্যাচ শেষে তাই রোহিতের মুখেও সেই পিচের কথা। ২০ ওভারই যে পিচ থেকে বোলাররা সাহায্য পাবেন তা তাঁরা বুঝতে পারেননি বলেই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
কেরলের তিরুঅনন্তপুরমের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উঠে রোহিত বলেন, ‘‘আমরা জানতাম, পিচে ঘাস থাকায় বোলাররা সাহায্য পাবে। কিন্তু গোটা ম্যাচ জুড়েই যে বল সুইং করবে সেটা বুঝতে পারিনি। এখনও পিচে আর্দ্রতা রয়েছে। এই পিচে ১০৭ রান তাড়া করা সহজ ছিল না। শুরুতে দু’টো উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় একটা জুটির দরকার ছিল। সেটাই রাহুল ও সূর্য করেছে।’’
কঠিন পিচ হলেও এই ধরনের ম্যাচ ক্রিকেটারদের অনেক শিক্ষা দেয়। তাতে দলের লাভ হয়, এমনই মত রোহিতের। তিনি বলেন, ‘‘এই উইকেটে খেলা সহজ নয়। এই ধরনের ম্যাচ থেকে অনেক কিছু শেখা যায়। জেতার জন্য দু’টো দলকেই কঠিন লড়াই করতে হয়। যে দল ভাল খেলে তারা জেতে। এই ম্যাচেও সেটাই হয়েছে।’’
পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট পড়ে যাওয়াকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন রোহিত। তিনি বলেন, ‘‘পিচের সাহায্য কাজে লাগিয়ে আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। বিশেষ করে দীপক ও আরশদীপের কথা বলতেই হয়। যখন বল সুইং করে তখন যে কোনও ব্যাটারের খেলতে সমস্যা হয়। পাওয়ার প্লে-তে ওদের পাঁচ পড়ে যাওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট।’’