বাকি আর একটি ম্যাচ। বেঙ্গালুরুর সেই ম্যাচে যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতে নেবে। এমন ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হওয়া সম্ভব? প্রথম একাদশে দেখা যাবে উমরান মালিককে? নাকি বাকি চার ম্যাচের মতো এই ম্যাচেও একই দল নিয়ে নামবেন ঋষভ পন্থ।
ঈশান কিশন: চার ম্যাচে ১৯১ রান। সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার। এখনও পর্যন্ত এই সিরিজে সব থেকে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ভারতের এই তরুণ ওপেনারকে বসানোর কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
রুতুরাজ গায়কোয়াড়: ব্যাটে রান নেই। চার ম্যাচে করেছেন মাত্র ৮৬ রান। কিন্তু তিনি ছাড়া আর কোনও ওপেনার নেই। ফলে শেষ ম্যাচেও তাঁকেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।
শ্রেয়স আয়ার: দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে ব্যাট হাতে ছন্দে ছিলেন আইপিএলে। তাঁকে বসিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দল নাও নিতে পারে।
ঋষভ পন্থ: এই সিরিজে তিনি ভারত অধিনায়ক। এখনও অবধি দু’টি ম্যাচ জিতলেও টস জেতেননি। শেষ ম্যাচে টস এবং ম্যাচ দুটোই জিততে চাইবেন তিনি।
হার্দিক পাণ্ড্য: পরবর্তী সিরিজে তিনিই অধিনায়ক। ব্যাটে, বলে ভারতীয় টি-টোয়েন্টি দলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য তিনিই। হার্দিকের মতো অলরাউন্ডারকে বাদ দিতে চাইবে না ভারত।
দীনেশ কার্তিক: ব্যাট হাতে যে ভাবে শেষ ম্যাচ জিতিয়েছেন, তাতে কার্তিক বাদ পড়বেন না বলাই যায়। শেষ ম্যাচ আবার বেঙ্গালুরুতে। যে শহরের আইপিএল দলের হয়েই খেলেছিলেন তিনি।
অক্ষর পটেল: এই সিরিজে রবীন্দ্র জাডেজা না থাকায় তাঁর উপর ভরসা রাখছে দল। এখনও পর্যন্ত সে ভাবে নজর কাড়তে না পারলেও তাঁকেও বাদ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভুবনেশ্বর কুমার: এই দলের সব থেকে অভিজ্ঞ বোলার তিনি। তাঁর বোলিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে দল। এমন অভিজ্ঞ বোলারকে বাদ দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।
আবেশ খান: রাজকোটে চার উইকেট নেন আবেশ। তাঁর উপর ভরসা রেখেছিল দল। সাফল্য পেয়ে সেই ভরসার মর্যাদা রেখেছেন। শেষ ম্যাচেও তাঁকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
উমরান মালিক: কাশ্মীরের এই পেসার দলে থাকলেও এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। শেষ ম্যাচে হর্ষল পটেলের বদলে তাঁকে আনা যেতেই পারে। তাঁর গতি নজর কেড়েছিল আইপিএলে। ভারতীয় দলের হয়েও তাঁকে সেই গতিতে বল করতে দেখা যেতে পারে।
যুজবেন্দ্র চহাল: সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে ভারতীয় দলের সেরা স্পিনার মনে করা হচ্ছে তাঁকে। আইপিএলে বেগুনি টুপিও জিতেছেন। সেই স্পিনারকে বসাতে চাইবে না দল।