ছবি: বিসিসিআই
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ৬ ওভারে ৭৮ রান প্রয়োজন।
হার্দিকের এক ওভারে উঠল ১৮ রান। তিনটি ছয় মারলেন প্রিটোরিয়াস।
চাহালের প্রথম ওভারে প্রিটোরিয়াস এবং ডি’কক ১৬ রান নিলেন। একটি ছয় এবং দু’টি চার মারেন তাঁরা।
ভুবনেশ্বর ফেরালেন বাভুমাকে। ১০ রান করে আউট হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ইনিংসের শুরু থেকেই মারমুখী ছিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ঈশান কিশন এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম ছ’ওভারে ৫১ রান তোলেন। রুতুরাজ ২৩ রান করেন। অন্য ওপেনার কিশন করেন ৭৬ রান। শ্রেয়স আয়ার করেন ৩৬ রান। ঋষভ পন্থ ২৯ রান করেন। শেষ বেলায় হার্দিক পাণ্ড্য ১২ বলে ৩১ রান করেন।
শেষ ওভারে বড় শট নিতে গিয়ে আউট পন্থ। ২৯ রান করে ফিরলেন ভারত অধিনায়ক।
শেষ বেলায় হার্দিকের দাপট। আট বল খেলে ১৯ রান তুললেন তিনি। পন্থ ১৩ বলে ২৮ রান।
কেশব মহারাজের এক ওভারে ২০ রান নিলেন ঈশান। দু'টি ছয় এবং দু'টি চার মারেন সেই ওভারে। ওই ওভারেই আউট হলেন তিনি। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩৭/২।
ওয়েন পারনেলের প্রথম বলে ছক্কা হাঁকালেন রুতুরাজ। পরের বলেই আউট তিনি। ভারতের স্কোর ৫৭/১।
প্রথম ওভারে দু'টি চার মারেন ঈশান কিশন। ১৩ রান ওঠে কেশব মহারাজের বলে। পরের ওভারে রাবাডা দিলেন মাত্র দু'রান।
উমরান মালিক সুযোগ পেলেন না প্রথম টি-টোয়েন্টিতে। তিন পেসার হর্ষল পটেল, ভুবনেশ্বর কুমার এবং আবেশ খান রয়েছেন দলে।
টস জিতে ফিল্ডিং নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। দিল্লির পিচে অনুশীলন ম্যাচ খেলেছেন তাঁরা। প্রথমে বোলিং করলেই সুবিধা হবে বলে মনে করছেন বাভুমা।