—ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ৮ উইকেটে জিতলেন রোহিত শর্মারা।
ভারতের দুই ব্যাটার ফিরলেও দলকে ভরসা দিচ্ছেন ওপেনার লোকেশ রাহুল এবং চার নম্বরে নামা সূর্যকুমার যাদব। নেমেই পর পর দু’বলে ছক্কা হাঁকান সূর্য।
প্রথমে রোহিত, পরে বিরাট দুই উইকেট হারাল ভারত। রোহিত ফিরলেন শূন্য রানে। বিরাট করেন তিন রান।
ভারতীয় বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস। একের পর এক উইকেট হারালেন টেম্বা বাভুমারা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ১০৭ রানের। সবুজ পিচে ঝড় তুলতে পারেন রাবাডারাও।
শেষ ওভারে হর্ষলের বলে উইকেট দিলেন মহারাজ। স্টাম্প থেকে সরে খেলতে গিয়ে বোল্ড তিনি।
সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অক্ষর পটেলের বলে ক্যাচ তুলে দিলেন ওয়েন পারনেল। সূর্যকুমার যাদব ক্যাচ নিলেন। ২৪ রান করে আউট পারনেল।
চার ওভার বল করে অশ্বিন দিলেন মাত্র আট রান। কোনও উইকেট পাননি তিনি। ওয়েন পারনেল এবং কেশব মহারাজ ক্রিজে রয়েছেন।
ফিরে গেলেন এডেন মার্করাম। হর্ষল পটেলের বলে এলবিডব্লিউ হলেন তিনি। মার্করাম ২৫ রান করলেন।
প্রথম চার ওভারে ঝড় তুললেন ভারতের দুই পেসার আরশদীপ সিংহ এবং দীপক চাহার। তিরুঅনন্তপুরমের মাঠে সবুজ পিচ। সেই পিচে বল সুইং করছে। সেই সুইং সামলাতেই পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। একের পর এক উইকেট নিয়ে যাচ্ছেন। প্রথম চার ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাজঘরে ফিরে গিয়েছেন টেম্বা বাভুমা (১), কুইন্টন ডি’কক (০), রিলি রোসৌ (০), ডেভিড মিলার (০) এবং ট্রিস্টিয়ান স্টাবস (০)।
দীপক চাহার ফেরালেন ট্রিস্টিয়ান স্টাবসকে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ক্যাচ দিলেন আরশদীপের হাতে।
পর পর দুই বলে দুই উইকেট নিলেন আরশদীপ। এক ওভারে তিন উইকেট নিলেন তিনি। ফিরিয়ে দিলেন ডেভিড মিলারকে।
আরও একটি উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নামা রিলি রোসৌ ক্যাচ দিলেন উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে। ফের উইকেট নিলেন আরশদীপ।
আরশদীপের বলে আউট কুইন্টন ডি’কক। তিনিও বোল্ড হলেন। দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
দীপক চাহারের বলে বোল্ড বাভুমা। প্রথম ওভারেই উইকেট পেল ভারত।
হার্দিক পাণ্ড্য এবং ভুবনেশ্বর কুমার না থাকায় দলে এলেন ঋষভ পন্থ এবং আরশদীপ সিংহ। দীপক চাহারকে দলে নেওয়া হল বুমরার জায়গায়। যুজবেন্দ্র চহালের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন।