দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল বল করেছেন কুলদীপ। —ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর স্পিনের ছোবলে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। এ বার কুলদীপের পরের লক্ষ্য কী? ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে তার জবাব দিলেন ভারতের বাঁ হাতি চায়নাম্যান স্পিনার। জানালেন, সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় ভাল খেলতে চান তিনি।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সেখানে ভাল খেলে জাতীয় দলে ফিরতে চান কুলদীপ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘খুব একটা বেশি কিছু ভাবছি না। আমার পরের লক্ষ্য সৈয়দ মুস্তাক আলিতে ভাল বল করা।’’
একটা সময় ভারতীয় দলে তিন ফরম্যাটেই খেলতেন কুলদীপ। কিন্তু গত কয়েক বছর সুযোগ পাননি। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভাল বল করার পরে আবার ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। এই সুযোগকে কাজে লাগাতে মরিয়া কুলদীপ। তাঁর বল করা দেখেই সেটা বোঝা যাচ্ছে। ফলও পাচ্ছেন তিনি। তৃতীয় এক দিনের ম্যাচে ৪.১ ওভারে বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। তাঁর স্পিনের সামনে অসহায় দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এখন ঘরোয়া ক্রিকেটকে পাখির চোখ করছেন ক্রিকেটাররা। তরুণরা তো বটেই অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেট খেলছেন। সেটা জানেন কুলদীপ। তাই সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় ভাল খেলতে চান তিনি।