Virat Kohli

Virat Kohli: চার দিনে টেস্ট জয় বুঝিয়েছে আমরা কতটা শক্তিশালী, সিরিজে এগনোর পর বললেন কোহলী

বছরের শেষ টেস্টে সেঞ্চুরিয়নে জিতেছে ভারত। বিশ্ব টেস্ট ফাইনালে হারের দুঃখ থাকলেও, বিরাট কোহলীরা ২০২১ শেষ করবেন অনেক প্রাপ্তি নিয়েই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৮:১২
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি

বছরের শেষ টেস্টে সেঞ্চুরিয়নের দুর্গ ভেঙে ম্যাচ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট ফাইনালে হারের দুঃখ থাকলেও বিরাট কোহলীরা ২০২১ শেষ করবেন অনেক প্রাপ্তি নিয়েই। কারণ, এই বছরেই টেস্টে অবিস্মরণীয় কিছু জয় এসেছে। দল যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং ভারসাম্য এসেছে, এটা স্পষ্ট কোহলীর কথায়।

Advertisement

শুক্রবার ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলী বলেছেন, “দক্ষিণ আফ্রিকার যে কোনও জায়গাতেই টেস্ট খেলা কঠিন। সেঞ্চুরিয়ন তো তার মধ্যে সব থেকে কঠিন জায়গা। সেখানে চার দিনে আমরা টেস্ট জিতেছি। এর থেকেই বোঝা যায় আমরা কতটা শক্তিশালী দল হয়ে উঠেছি। প্রতি মুহূর্তে ম্যাচটা জেতার একটা সুযোগ খুঁজছিলাম। এ ভাবেই এখন আমরা ক্রিকেট খেলি এবং যে মুহূর্তে সুযোগ পাই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি।”

দক্ষিণ আফ্রিকায় এখনও সিরিজ জেতেনি ভারত। কোহলী মনে করেন, দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আরও চাপে ফেলে সিরিজ জেতার ভাল সুযোগ পয়েছে তাঁদের সামনে। বলেছেন, “ভাল জায়গায় রয়েছি আমরা। বিদেশের মাটিতে ১-০ এগিয়ে রয়েছি। দ্বিতীয় টেস্টেও বিপক্ষকে চাপে ফেলার সুযোগ রয়েছে আমাদের সামনে। প্রত্যেকেই সে দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারব আমরা।”

Advertisement

কোহলীর সংযোজন, “আমরা গত ২-৩ বছরে কতটা ভাল ক্রিকেট খেলেছি, বিশেষত বিদেশের মাটিতে, সেটা পর্যালোচনা করার সুযোগ রয়েছে আমাদের সামনে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement