Virat Kohli

India vs South Africa 2021-22: এক দিনের ক্রিকেটে ১৪ বার শূন্য রানে আউট কোহলী! প্রথম বার স্পিনারের বিরুদ্ধে

ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২২:২৯
Share:

মাত্র পাঁচ বল খেলেই ফিরে গেলেন কোহলী। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শূন্য রানে ফিরলেন বিরাট কোহলী। কেশব মহারাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন তিনি। এক দিনের ক্রিকেটে ১৪ বার শূন্য রানে আউট হলেন কোহলী। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে। তাঁরা ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

শুক্রবার ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার শিখর ধওয়ন এবং লোকেশ রাহুল। ৬৩ রানের মাথায় আউট হন ধওয়ন। তিনি ফিরতে ভারত তাকিয়ে ছিল কোহলীর দিকে। কিন্তু মাত্র পাঁচ বল খেলেই ফিরে গেলেন তিনি। এক দিনের ক্রিকেটে এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন কোহলী।

Advertisement

ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর। মোট ২০ বার শূন্য রানে ফিরে যান তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন এক দিনের ক্রিকেটে।

এক দিনের ক্রিকেটে টানা ৬৪টি ইনিংসে শতরান পেলেন না কোহলী। এর মধ্যে সাত বার শূন্য রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই নেতৃত্ব ছেড়ে দেন কোহলী। সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার পর এটাই তাঁর প্রথম সিরিজ। প্রথম ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় ম্যাচে রান পেলেন না কোহলী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement