Sachin Tendukar

India vs South Africa 2021-22: ঐতিহাসিক জয়ে মুগ্ধ সচিনরা

বিশেষ করে প্রশংসিত হচ্ছেন বিরাটের বোলিং আক্রমণের সদস্যরা। সচিন তেন্ডুলকর থেকে রবি শাস্ত্রী, সবার কাছ থেকেই পাওয়া গিয়েছে অভিনন্দনের বার্তা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ০৭:৩২
Share:

শূন্যে: উইকেট নিয়ে রোনাল্ডোর মতো উৎসব সিরাজের। ছবি: পিটিআই

সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পরে বিরাট কোহলির দলের প্রশংসা শোনা যাচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মুখে। বিশেষ করে প্রশংসিত হচ্ছেন বিরাটের বোলিং আক্রমণের সদস্যরা। সচিন তেন্ডুলকর থেকে রবি শাস্ত্রী, সবার কাছ থেকেই পাওয়া গিয়েছে অভিনন্দনের বার্তা।

Advertisement

বৃহস্পতিবার ভারতের জয় দেখার পরে সচিন টুইট করেছেন, ‘‘দুরন্ত বোলিং আক্রমণ। এই বোলিং বিশ্বের যে কোনও প্রান্তে ২০টা উইকেট তুলে নিতে পারে। কর্তৃত্ব বজায় রেখে ম্যাচটা জেতার জন্য অভিনন্দন, টিম ইন্ডিয়া।’’

ভারতের আর এক কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র সহবাগও চুপ করে থাকেননি। অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘‘টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের কাছে একটা স্বপ্নের সময় গেল। গ্যাবা, লর্ডস, ওভাল, সেঞ্চুরিয়নে জয়। কে ভুলতে পারে, কী অসাধারণ লড়াই করে সিডনি টেস্ট ড্র করে দেওয়ার ঘটনাকে। ২০২২ সালটা ভারতীয় ক্রিকেটের কাছে আরও ভাল হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি।’’

Advertisement

নিজের জীবনে কিছু ঐতিহাসিক জয়ের সাক্ষী থেকেছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের প্রাক্তন এই ব্যাটার টুইট করেছেন, ‘‘বছরের শুরুটা হয়েছিল সিডনিতে দারুণ একটা লড়াইয়ের মধ্যে দিয়ে। তার পরে গ্যাবায় সেই ঐতিহাসিক জয়। এর পরে লর্ডসের জয়টাও স্মরণীয় হয়ে থাকবে। আর বছরটা শেষ হল সেঞ্চুরিয়নে জয় দিয়ে। টেস্ট ম্যাচের নিরিখে একটা অসাধারণ বছর গেল ভারতের। অভিনন্দন।’’ প্রাক্তন কোচ শাস্ত্রীর টুইটেও উঠে এসেছে এই বছরের স্মরণীয় টেস্ট জয়ের কথা। তিনি লিখেছেন, ‘‘ওয়াহ। ব্রিসবেন, ওভাল, লর্ডস তার পরে এই সেঞ্চুরিয়ন। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নে জয় পাওয়ার জন্য অধিনায়ক বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড় এবং পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি।’’

খেলার শেষে কোহলি একটি ভিডিয়ো বার্তায় মনে করিয়ে দিয়েছেন, সেঞ্চুরিয়নে জেতাটা কত কঠিন চ্যালেঞ্জ ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে অধিনায়ক হিসেবে টেস্ট জিতেছিলেন রাহুল দ্রাবিড়। এ বার কোচ হিসেবেও জিতলেন। ম্যাচের পরে দেখা গেল ঋষভ পন্থকে আলিঙ্গন করে পিঠ চাপড়ে দিলেন ভারতের নতুন কোচ। পরে দু’শো উইকেট পাওয়ার জন্য মহম্মদ শামি এবং টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে দ্রুততম একশো শিকারের মাইলফলক ছোঁয়ার জন্য ঋষভ আলাদা করে কেকও কাটেন। ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরে কোহলি টুইট করেন, ‘‘দারুণ ভাবে সফরটা শুরু হল।’’

ভারতের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইরফান পাঠান থেকে শিখর ধওয়ন, সবাই। ভারতের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ মনে করেন, কে এল রাহুলের সেঞ্চুরিটাই দু’দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement