ভান ডার ডুসেনের উইকেট নেন সিরাজ। ছবি: টুইটার থেকে
দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকায় ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে তাঁকে নিয়ে নেমেছিলেন বিরাট কোহলীরা। তৃতীয় টেস্টে রাসি ভান ডার ডুসেনের উইকেট নেন সিরাজ। আর তার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো উৎসব করেন তিনি।
গোল করার পর ‘সিউ’ উৎসব করেন রোনাল্ডো। দৌড়ে এসে শূন্যে লাফিয়ে উঠে মাটিতে নামার পর দু’পাশে হাত ছড়িয়ে দেওয়া। ফুটবল মাঠে এই ছবি দেখে অভ্যস্ত সকলে। এ বার সেটাই দেখা গেল সেঞ্চুরিয়নের মাঠে। সিরাজ সেটাই করলেন টেস্টের তৃতীয় দিনে। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে যেতে আপ্লুত ভক্তরা।
তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট ফেলে দেয় ভারত। ১৯৭ রানে শেষ প্রোটিয়াদের ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে টিকতেই পারেননি ডিন এলগাররা। দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত।