শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ২১:১০
আউট বাভুমা
দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ৩৫ রানে ফেরালেন চহাল।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ২১:০৩
আউট মালান
দুরন্ত ছন্দে এগোচ্ছিলেন। কিন্তু ৯১ রানের মাথায় বুমরার বলে বোল্ড মালান।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৭:৫৮
ভারতের স্কোর ২৮৭-৬
শেষ দিকে ভাল খেললে শার্দূল। ৪০ রানে অপরাজিত থাকলেন তিনি। ২৫ রানে অপরাজিত অশ্বিন।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৭:৩৩
আউট বেঙ্কটেশ
ফেলুকায়োর বলে ২২ রানে ফিরলেন বেঙ্কটেশ।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৬:৫৮
আউট শ্রেয়স
শামসির বলে ১১ রানে ফিরে গেলেন শ্রেয়স। ভারত ২০৭-৫
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৬:৩৫
আউট পন্থ
আক্রমণাত্মক খেললেও শতরান পেলেন না পন্থ। মার্করামের দুরন্ত ক্যাচে ৮৫ রানে ফিরলেন তিনি।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৬:২৮
আউট রাহুল
জুটি ভেঙে গেল। প্রথম উইকেট পেলেন মাগালা। রাহুল ফিরলেন ৫৫ রানে।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৬:১৪
অর্ধশতরান রাহুলের
এ বার রাহুলও অর্ধশতরান করলেন। পন্থের সঙ্গে তাঁর জুটি ১০০ পেরোল।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৫:৫২
অর্ধশতরান পন্থের
অর্ধশতরান করলেন ঋষভ পন্থ, ৪৩ বলে ৫০ করলেন তিনি।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৫:০১
ভুল শটে আউট কোহলী
কোনও দরকার ছিল না। মহারাজের নির্বিষ বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলী।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৪:৫৬
ফিরলেন ধবন
মার্করাম ফেরালেন ধবনকে। ২৯ রানে মাগালার হাতে ক্যাচ দিলেন তিনি।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৪:৪৯
ভারত ১০ ওভারে ৫৭-০
প্রথম ১০ ওভারে একটিও উইকেট পড়ল না ভারতের।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৩:৪০
প্রথম একাদশে বদল নেই ভারতের
ভারতের প্রথম একাদশ: রাহুল, ধবন, কোহলী, শ্রেয়স, ঋষভ, বেঙ্কটেশ, অশ্বিন, শার্দূল, ভুবনেশ্বর, বুমরা এবং চহাল।
শেষ আপডেট:
২১ জানুয়ারি ২০২২ ১৩:৩২
টসে জিতলেন রাহুল
প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।