কোহলীর অর্ধশতরান। ছবি: টুইটার থেকে
দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনেদিলেন বুমরা। মাত্র ৩ রান করে আউট হলেন তিনি।
পর পর দুই ওভার মেডেন দিলেন বুমরা। নতুন বল হাতে তাঁর সঙ্গে শুরু করেছেন উমেশ।
ক্রিজে ডিন এলগার এবং অ্যাডাম মার্করাম। ভারতের হয়ে প্রথম ওভার করলেন বুমরা। কোনও রান দেননি তিনি।
এনগিডির বলে আউট হলেন শামি। ভারতের প্রথম ইনিংস শেষ ২২৩ রানে।
ফের শতরান হাতছাড়া। রাবাডার বলে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন কোহলী। ৭৯ রানে শেষ হল তাঁর ইনিংস।
রাবাডার বলে ক্যাচ তুলে দিলেন বুমরা। কোনও রান না করেই ফিরলেন তিনি।
বলটা প্রায় মাটি থেকে ছিনিয়ে নিলেন পিটারসেন। মহারাজের বলে আউট শার্দূল। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেন। ৯ বলে ১২ রান করে আউট শার্দূল।
শার্দূল ঠাকুরের ছয়ে দুশো রান তুলে নিল ভারত। ক্রিজে কোহলীর সঙ্গী এই ভারতীয় অলরাউন্ডার।
কেপটাউনে কোহলীর ইনিংস বড় রানের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে নেমে কিছুটা দেখে খেললেও ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন কোহলী। তাঁর মারা কভার ড্রাইভ দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকাররা।
ফিরে গেলেন অশ্বিনও। ঘাতক সেই জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন অশ্বিন। ১০ বলে ২ রান করেছেন তিনি।
জানসেনের বলে পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ৫০ বলে ২৭ রান করেছেন তিনি।
চার উইকেট হারিয়েছে ভারত। দ্বিতীয় সেশন আউট হলেন পুজারা এবং রহাণে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং বিরাট কোহলী।
রাবাডার বলে আউট রহাণে। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। নিজেও বুঝতে পারেননি যে ব্যাটে বল লেগেছে। রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু দেখা যায় বল ব্যাটে লেগেছে। ১২ বলে ৯ রান করেছেন তিনি।
এ বার উইকেট পেলেন জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন পুজারা। ৭৭ বলে ৪৩ রান করে আউট হলেন তিনি।
ক্রিজে রয়েছেন কোহলী (১৫ রানে অপরাজিত) এবং পুজারা (২৬ রানে অপরাজিত)। প্রথম সেশন দুই ওপেনারকে হারালেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুজারা-কোহলী জুটি।
৫০ রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে পুজারা এবং কোহলী।
দুই ওপেনার ফেরার পর ক্রিজে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা কোহলী এবং গত ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া পুজারা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪১/২।
রাহুল আউট হওয়ার পরের ওভারেই আউট ময়াঙ্ক। তাঁকে ফেরালেন রাবাডা। ৩৫ বলে ১৫ রান করে আউট ময়াঙ্ক।