উইকেট নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা। ছবি: টুইটার থেকে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি কেপ টাউন টেস্টে ভারতের দু’টি ইনিংসেই সব ব্যাটার ক্যাচ আউট হয়েছেন। একটি টেস্টে কোনও এক দলের দু’টি ইনিংসেই সব ক্যাচ আউট হওয়ার ঘটনা এই প্রথম।
এর আগে একই টেস্টে দুই ইনিংসে সবাই ক্যাচ আউট হয়েছেন তিন বার। কিন্তু সেগুলির প্রতিটিতেই দু’টি ভিন্ন দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ১৯৮৩ সালে ব্রিজটাউনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে প্রথম এই ঘটনা ঘটে। প্রথম ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট হন। ওয়েস্ট ইন্ডিজেরও সবাই প্রথম ইনিংসে ক্যাচ আউট হন।
এরপর এই ঘটনা ঘটে ন’ বছর পর ১৯৯২ সালে। সেই টেস্টেও ভারত খেলেছিল। বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। পার্থে প্রথমে অস্ট্রেলিয়ার সবাই প্রথম ইনিংসে ক্যাচ আউট হন। এরপর ভারতেরও সবাই প্রথম ইনিংসে ক্যাচ আউট হন।
১৮ বছর পরে ২০১০ সালে ফের এই ঘটনা ঘটে অ্যাশেজে। প্রথমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সবাই ক্যাচ আউট হন। এরপর ইংল্যান্ডেরও সব ব্যাটার প্রথম ইনিংসে ক্যাচ আউট হন।
কিন্তু এক টেস্টে একই দলের সবাই দুই ইনিংসেই ক্যাচ আউট হওয়ার ঘটনা আগে কখনও হয়নি। কোপ টাউনে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে উমেশ যাদব অপরাজিত ছিলেন। বাকিরা সবাই ক্যাচ আউট হন। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ অপরাজিত থাকেন। বাকিরা সবাই ক্যাচ দিয়ে ফেরেন।