India vs South Africa 2021-22

India Vs South Africa 2021-22: বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শামি-বুমরাদের হাত ধরে জয়, ১১৩ রানে হারল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার দূর্গ দখল করলেন বিরাট কোহলীরা। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ৩ টেস্টের সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৬:২৫
Share:

জয় ভারতের ছবি: রয়টার্স

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একটা গোটা দিনের খেলা। পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস ছিল। উইকেটে দেওয়ালের মতো দাঁড়িয়ে বিপক্ষ অধিনায়ক। তার মধ্যেই বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার দূর্গ দখল করলেন বিরাট কোহলীরা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতে ৩ টেস্টের সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত। প্রথম এশীয় দল হিসেবে এই মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

Advertisement

চতুর্থ দিনের একদম শেষ দিকে পর পর দু’উইকেট তুলে ভারতের সামনে জয়ের দরজা খুলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা। পঞ্চম দিন শুরু থেকেই উইকেটের জন্য ঝাঁপান ভারতীয় বোলাররা। অন্য দিকে এলগারের সঙ্গে জুটি বেঁধে ভালই খেলছিলেন টেম্বা বাভুমা। তার মধ্যেই এক বার সুযোগ দেন এলগার। নিজের বলে এলগারের ক্যাচ ফস্কান শামি। যদিও শেষ পর্যন্ত ৭৭ রানের মাথায় তাঁকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে দিনের প্রথম ধাক্কা দেন সেই বুমরা।

এলগার আউট হলে বাভুমার সঙ্গে জুটি বাঁধেন কুইন্টন ডিকক। বেশ দ্রুত রান তুলছিলেন ডিকক। কিন্তু ২১ রানের মাথায় সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। মুল্ডারকে আউট করেন শামি।

Advertisement

মধ্যাহ্নভোজের বিরতির পরেই জানসেনকে আউট করেন শামি। রাবাডা আউট হন অশ্বিনের বলে। পরের বলেই এনগিডিকে আউট করেন অশ্বিন। তার সঙ্গেই ইতিহাস লেখেন কোহলীরা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। সেই সঙ্গে এই জয়ের মাধ্যমে কোহলীদের সামনে সিরিজ জয়ের সুযোগ আরও বেড়ে গেল ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement