india cricket

প্রথম দিনের শেষে ভারত ২৭২-৩, কী ভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপ দেখালেন কোহলীরা

ভাল শুরু করেন ভারতের দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল। অর্ধশতরান করে আউট হন ময়াঙ্ক। রান পাননি চেতেশ্বর পুজারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৩:০৭
Share:

শতরান করলেন রাহুল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২০:৫৪ key status

প্রথম দিনের খেলা শেষ

১২২ রানে অপরাজিত রাহুল। ৪০ রানে ক্রিজে রহাণে। ২৭২-৩ রান তুলল ভারত।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২০:০২ key status

শতরান রাহুলের

দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করলেন রাহুল। খেলছেন ১০৪ রানে।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৯:২১ key status

কোহলী আউট

এনগিডির বলে ফিরে গেলেন কোহলী। প্রথম স্লিপে ধরা দিলেন। ৩৫ রানে ফিরলেন ভারত-নেতা।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৯:০৩ key status

ভারত ৬৫ ওভারে ১৮৬-২

ক্রিজে রাহুল ৭৯ এবং কোহলী ৩৪ রানে খেলছেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৮:১৮ key status

চা বিরতি, ভারত ৫৭ ওভারে ১৫৭-২

ক্রিজে রয়েছেন রাহুল (৬৮) এবং কোহলী (১৯)।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৭:২৪ key status

অর্ধশতরান রাহুলের

ময়াঙ্কের পর এ বার অর্ধশতরান করলেন রাহুল। ৫১ রানে খেলছেন তিনি।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৭:০৯ key status

শূন্য রানে আউট পুজারা

পর পর দু’হলে দু’উইকেট পড়ে গেল ভারতের। শূন্য রানে আউট হলেন পুজারা। ভারতের রান ১১৭/২। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৭:০৬ key status

আউট ময়াঙ্ক

৬০ রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হলেন ময়াঙ্ক আগরওয়াল। ১১৭ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৭:০১ key status

৪০ ওভারে ভারত ১১৩/০

ভাল খেলছেন ময়াঙ্ক-রাহুল জুটি। ৪০ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১১৩। ময়াঙ্ক ৫৬ ও রাহুল ৪৭ রান করে খেলছেন।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৬:৪০ key status

১০০ পার ভারতের

শতরানের জুটি গড়লেন ভারতের দুই ওপেনার। ৩৫ ওভারে দলের রান বিনা উইকেটে ১০১। ময়াঙ্ক ৫৬ ও রাহুল ৩৫ রান করে খেলছেন।  

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৬:১৮ key status

অর্ধশতরান ময়াঙ্কের

অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল। ৩০ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৯০। ময়াঙ্ক ৫৩ ও রাহুল ২৯ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৫:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৮৩/০

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৮৩/০। ময়াঙ্ক ৪৬ ও রাহুল ২৯ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৪:৫২ key status

৫০ পেরোল ভারত

ওপেনিং জুটিতে ফের সফল রাহুল-ময়াঙ্ক। ওপেনিং জুটিতে ৫০ রান পেরিয়ে গেল ভারত।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৪:৩৮ key status

১৫ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৪২

ভারতের রান ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৪২। ময়াঙ্ক ২৬ ও রাহুল ১৬ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৪:১৭ key status

ভাল খেলছেন দুই ওপেনার

ভাল খেলছেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল। দলের রান ১০ ওভার শেষে ৩২। ময়াঙ্ক ২৩ ও রাহুল ৯ করে খেলছেন। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৩:৫৩ key status

ধরে খেলছেন রাহুল-ময়াঙ্ক

ধরে খেলছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। দলের রান ৫ ওভার শেষে ৮। 

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৩:০৬ key status

টসে জিতলেন কোহলী

সেঞ্চুরিয়নে টসে জিতলেন বিরাট কোহলী। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। ভারতীয় দল- ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement