Shane Warne

India vs New Zealand 2021: কোহলী কি প্রথম দিন এলবিডব্লিউ ছিলেন? নিজের মতামত জানালেন শেন ওয়ার্ন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে কোহলী আউট ছিলেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। অনেকেই মনে করছেন কোহলী আউট ছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৩৭
Share:

কোহলীর আউট নিয়ে কী বললেন ওয়ার্ন ফাইল চিত্র।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বিরাট কোহলী আউট ছিলেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। অনেকেই মনে করছেন কোহলী আউট ছিলেন না। শেন ওয়ার্নও জানিয়ে দিলেন, শুক্রবার প্রথন দিন কোহলী একেবারেই আউট ছিসেন না।

Advertisement

ওয়ার্ন টুইট করেন, ‘সোজা কথা, এটা কোনও ভাবেই আউট নয়।’ প্রযুক্তির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার লেখেন, ‘আমরা মাঝে মাঝেই প্রযুক্তি নিয়ে কথা বলি। তার ব্যবহার, সেটা কতটা নিখুঁত, এই নিয়ে আলোচনা করি। কিন্তু আসল সমস্যা হল, প্রযুক্তির ব্যাখ্যা। এটা এই ঘটনার প্রকৃষ্ট উদাহরণ। পরিষ্কার দেখা যাচ্ছে বল প্রথমে ব্যাটে লেগেছিল।’

শুক্রবার ব্যাট করতে নেমে চতুর্থ বলে এলবিডব্লিউ হন কোহলী। অজাজ পটেলের বলে সামনের পায়ে এসে কোহলী ডিফেন্স করেন। বল প্যাডে লাগলে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আউটের আবেদন করেন। আম্পায়ার অনিল চৌধুরি আউট দেন। কোহলী ডিআরএস নেন। টেলিভিশন রিপ্লে-তে দেখার পর তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা আউট দেন।

Advertisement

অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের মনে হয়েছে, বল আগে কোহলীর ব্যাটে লেগেছে। কেউ কেউ আবার বলেন, যখন গোটা ব্যাপারটা ঠিক মতো বোঝাই যাচ্ছে না, তখন ‘বেনিফিট অফ ডাউট’ ব্যাটারের পাওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement