Anil Kumble

India vs New Zealand 2021: চার বছর অপেক্ষার পর অবশেষে কুম্বলে, ভাজ্জিকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন

মোট চার বার এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার বেশি উইকেট হল রবিচন্দ্রন অশ্বিনের। টপকে গেলেন হরভজন সিংহ এবং অনিল কুম্বলের ভারতীয় রেকর্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ০৮:৫৭
Share:

রেকর্ড গড়লেন অশ্বিন ফাইল চিত্র।

এই বছর টেস্টে এখনও পর্যন্ত ৫০টি উইকেট হল রবিচন্দ্রন অশ্বিনের। এই নিয়ে মোট চার বার এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার বেশি উইকেট হল তাঁর। টপকে গেলেন হরভজন সিংহ এবং অনিল কুম্বলের ভারতীয় রেকর্ড।

Advertisement

হরভজন এবং কুম্বলে মোট তিন বার করে এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার বেশি উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন। গত চার বছর ধরে তাঁদের ছুঁয়ে ছিলেন অশ্বিন। এই বছর ৫০-এর বেশি উইকেট নিয়ে টপকে গেলেন দু’জনকে। ভারত-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিন পর্যন্ত অশ্বিনের ক্ষেত্রে এই সংখ্যাটি ৫১।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অশ্বিন এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে পর পর তিন বছর ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে ৬২টি, ২০১৬ সালে ৭২টি, ২০১৭ সালে ৫৬টি উইকেট নিয়েছিলেন।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

হরভজন এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২০০১, ২০০২ এবং ২০০৮ সালে। কুম্বলে ১৯৯৯, ২০০৪ এবং ২০০৬ সালে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে এর পর এই তালিকায় রয়েছেন কপিল দেব। তিনি ১৯৭৯ এবং ১৯৮৩ সালে ৫০ বা তার বেশি উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement