জোড়া রেকর্ড অশ্বিনের। ছবি এএফপি
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৩ উইকেট। একের পর এক রেকর্ড করে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার তিনি ছুঁলেন রিচার্ড হেডলিকে। একই সঙ্গে টপকে গেলেন শাহিন শাহ আফ্রিদিকে।
এই বছর টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের। ২০২১ সালে এত উইকেট আর কোনও বোলার পাননি। অশ্বিন টপকে গেলেন পাকিস্তানের আফ্রিদিকে। তাঁর এখনও পর্যন্ত ৪৪টি উইকেট। পাকিস্তান দলে আফ্রিদির সতীর্থ হাসান আলির এই বছর ৩৯টি উইকেট। তিনি অশ্বিন, আফ্রিদির পরে তৃতীয় স্থানে রয়েছেন।
গ্রাফিক: সনৎ সিংহ
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যত টেস্ট ম্যাচ হয়েছে, তাতে মোট উইকেটে শীর্ষে চলে গেলেন অশ্বিন। টপকে গেলেন হেডলিকে। এ ক্ষেত্রে অশ্বিনের মোট উইকেট হল ৬৫। মোট ১৭টি ইনিংসে এই কীর্তি গড়লেন অশ্বিন। ভারতের বিরুদ্ধে হেডলির ৬৫ উইকেট হয়েছিল ২৪ ইনিংসে।