উল্লাস কোহলীদের ছবি: পিটিআই।
মুম্বইতে নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৭২ রানে হারাল ভারত। রানের ব্যবধানে জয়ে এটি ভারতের বৃহত্তম। এত রানে ভারত টেস্টে আগে কখনও জেতেনি।
এর আগে ভারতের সবথেকে বেশি রানে টেস্ট জয়ের রেকর্ড ছিল ৩৩৭। দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে ভারত ২০১৫ সালে হারিয়েছিল ৩৩৭ রানে। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৩৪ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১২১ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৭ রান তুলে ছেড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮১ রানের। তারা দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে শেষ হয়ে যায়।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেই ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন হাসিম আমলা। প্রথম ইনিংসে ১২৭ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংসে খেলে ম্যাচের সেরা হয়েছিলেন অজিঙ্ক রহাণে।
এই টেস্টে ভারত প্রথমে ৩২৫ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৬২ রানে প্রথম ইনিংসে শেষ হয়ে যায়। ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রান তুলে সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্য নিয়ে কিউয়িরা ১৬৭ রানে দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায়।
দুটি টস্ট ম্যাচই শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। সেই ম্যাচ পাঁচ দিন গড়ালেও এ বার ভারত চতুর্থ দিন প্রথম ঘণ্টাতেই জিতে যায়।