শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও দলের বোলিং নিয়ে খুশি নন রোহিত শর্মা। ম্যাচের মধ্য়ে চাপে পড়ে যাচ্ছিলেন তিনি। —ফাইল চিত্র
ম্যাচ জিতেছে ভারত। এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে সিরিজ় শুরু করেছে তারা। কিন্তু তার পরেও আতঙ্ক কাটছে না রোহিত শর্মার। ভারত অধিনায়ক জানিয়েছেন, একটা সময় হারের আতঙ্ক চেপে বসেছিল। তিনি ভেবেছিলেন, ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে দল। ৩৪৯ রান করেও যে এমন অবস্থা হবে সেটা ভাবতে পারেননি বলেই জানিয়েছেন রোহিত।
ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, ‘‘টসের পরে বলেছিলাম, নিজেদের পরীক্ষার মধ্যে ফেলতে চাই। কিন্তু এমনটা হবে ভাবিনি। কিন্তু সেটা হল। যদিও শেষ পর্যন্ত জিতলাম।’’
৩৪৯ রান করার পরেও নিশ্চিন্ত ছিলেন না রোহিত। তাঁর ভয় ছিল যে ভাল বল করতে না পারলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। প্রায় সে রকম পরিস্থিতিই তৈরি হয়েছিল। রোহিত বলেছেন, ‘‘আমরা জানতাম, ভাল বল করতে পারলে সহজে জিতে যাব। নইলে এই ম্যাচও হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। যে ভয়টা পেয়েছিলাম সেটাই প্রায় হতে যাচ্ছিল। ব্রেসওয়েল যে ভাবে মারছিল তাতে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরেছি। সেটাই আনন্দের।’’
হায়দরাবাদে দ্বিশতরান করেছেন শুভমন গিল। তাঁর ব্যাটে ভর করেই ৩৪৯ রান করেছে ভারত। তরুণ ক্রিকেটারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রোহিত। বলেছেন, ‘‘শুভমন খুব ভাল ব্যাট করেছে। ও ভাল ছন্দে রয়েছে। সেটাকেই কাজে লাগাচ্ছে। শ্রীলঙ্কা সিরিজ় থেকে ওর উপরেই আমরা ভরসা দেখিয়েছি। ও যখন ছন্দে থাকে তখন দেখতে খুব ভাল লাগে।’’
আর এক জনের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। মহম্মদ সিরাজ। বল হাতে ঘরের মাঠে জ্বলে উঠেছেন তিনি। শুরুতে উইকেট তুলেছেন। আবার যখন নিউ জ়িল্যান্ড ভাল খেলছে তখন ফিরে এসে মিচেল স্যান্টনারকে আউট করে জুটি ভেঙেছেন। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সিরাজ। তাঁকে নিয়ে রোহিত বলেছেন, ‘‘সিরাজ ভাল বল করছে। শুধু এক দিনের ম্যাচে নয়, টি-টোয়েন্টি ও টেস্টেও ভাল বল করছে ও। সিরাজের পরিকল্পনা একদম স্পষ্ট থাকে। সেই অনুযায়ী ও বল করে। সে জন্যই এতটা সফল হচ্ছে।’’