ভারতীয় ওভারের ১০তম ওভারে রোহিতের কাছে পৌঁছে যায় এক কিশোর ভক্ত। ছবি: টুইটার।
রায়পুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচ ভারতীয় ক্রিকেট বোর্ডের মুকুটে নতুন পালক যোগ করল। শনিবারের এই ম্যাচেও তাল কাটল। ভারতীয় ইনিংসের মাঝে নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়ল একটি ছেলে।
অন্য দিনের মতোই শনিবারের ম্যাচেও ভারতীয় দলের ইনিংস শুরু করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ৯ ওভার ৪ বলের পর হঠাৎই এক কিশোর মাঠে ঢুকে পড়ে। নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়ে সে। ছুটে সোজা চলে যায় ২২ গজের কাছে। জড়িয়ে ধরে রোহিতকে। হঠাৎ এমন ঘটনায় কিছুটা বিস্মিত হন রোহিত। এই ঘটনায় অবশ্য অপ্রীতিকর কিছু ঘটেনি। সঙ্গে সঙ্গে চলে আসেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা ছেলেটিকে মাঠের বাইরে নিয়ে চলে যান। রোহিত নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন, কিশোরটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য।
খেলার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। ফুটবল, ক্রিকেট বা অন্য খেলার মাঠে অতি উৎসাহী দর্শকরা ঢুকে পড়েন। কখনও প্রিয় খেলোয়াড়ের সই নিতে, কখনও ধন্যবাদ জানাতে ঢুকে পড়েন তাঁরা। আবার অনেক সময় কোনও ঘটনার প্রতিবাদ জানাতেও নিরাপত্তার বাধা টপকে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। যেমন গত ফুটবল বিশ্বকাপেই এমন ঘটনা ঘটেছে। ইরানের নারী স্বাধীনতার দাবিকে সমর্থন করে এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে ফ্রান্স বনাম তিউনিশিয়া ম্যাচে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।
রায়পুরের ঘটনা কিছুটা ভিন্ন। শনিবার মাঠে ঢুকে পড়া রোহিতের ভক্ত বয়সে কিছুটা ছোট। রায়পুরে এ দিনই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হল। প্রিয় ক্রিকেটারকে প্রথম বার সামনে থেকে দেখে উত্তেজনা নিয়ন্ত্রণ করে পারেনি ওই কিশোর। ভারতের ৫০তম আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পেল শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়াম। প্রথম ম্যাচেই এমন ঘটনা প্রশ্ন তুলতে পারে। রায়পুরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অনভিজ্ঞতা অন্যতম কারণ হতে পারে। অবাঞ্ছিত কিছু ঘটলে প্রথম আন্তর্জাতিক ম্যাচের পরই অনিশ্চিত হয়ে পড়ত ছত্তীসগঢ়ের রাজধানীর ক্রিকেট ভবিষ্যৎ।