অর্ধশতরান করলেন শ্রেয়স আয়ার। ছবি: টুইটার থেকে
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নেমে পড়েছে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বে শুক্রবার থেকে অকল্যান্ডে শুরু সিরিজ়ে প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ডের সামনে ৩০৭ রানের লক্ষ্য রাখল ভারত। অর্ধশতরান করলেন ধাওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আয়ার। ব্যর্থ ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদব।
শুক্রবার শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন ভারতের দুই ওপেনার। আগামী বছর বিশ্বকাপে তাঁদের দেখা যাবে কি না তা নিশ্চিত না হলেও টিম সাউদি, লকি ফার্গুসনদের সামলে নিজেদের দাবি জানিয়ে রাখলেন ধাওয়ান এবং শুভমন। ৭৭ বলে ৭২ রান করলেন ধাওয়ান। শুভমন ৫০ রান করলেন ৬৫ বলে। দু’জনে মিলে ১২৪ রানের জুটি গড়েন। তিন নম্বরে নেমে শ্রেয়স করলেন ৮০ রান।
ভারতের দুই ওপেনার পর পর ফিরে গেলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল শ্রেয়স এবং পন্থের কাঁধে। শ্রেয়স নিজের দায়িত্ব পালন করলেও ব্যর্থ পন্থ। ১৫ রানের মাথায় বোল্ড হলেন তিনি। ফার্গুসনের শর্ট বলে পুল মারতে গিয়ে উইকেটে বল টেনে আনলেন পন্থ। সেই ওভারেই সাজঘরে ফেরেন সূর্যকুমার। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। পরের বলে রান পাননি। তৃতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে গেলেন সূর্যকুমার।
পন্থ এবং সূর্যকুমার সে ভাবে রান না পেলেও ৩৬ রান করে গেলেন সঞ্জু স্যামসন। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে উদ্ধার করলেন তিনি এবং শ্রেয়স। ৯৪ রানের জুটি গড়েন তাঁরা। শেষ বেলায় ১৬ বলে ৩৭ রান করে যান ওয়াশিংটন সুন্দর। তিনি না থাকলে ভারত ৩০০ রানের গণ্ডি পার করতে পারত কি না সন্দেহ। শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন শ্রেয়সও। সাউদির বলে আউট হওয়ার আগে ৮০ রান করে যান তিনি। ৫০ ওভারে ৩০৬ রান তোলে ভারত।
নিউ জ়িল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন সাউদি এবং ফার্গুসন। একটি উইকেট নেন অ্যাডাম মিলনে। সাউদি উইকেট পেলেও ১০ ওভারে ৭৩ রান দেন। ফার্গুসন দেন ৫৯ রান। স্পিনার মিচেল স্যান্টনার কোনও উইকেট পাননি। তাঁর ১০ ওভারে ভারত ৫৬ রান করে।
শুক্রবার ভারতীয় দলে এক দিনের ক্রিকেটে অভিষেক হল আরশদীপ সিংহ এবং উমরান মালিকের। দুই পেসারকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। সেই সঙ্গে রয়েছেন শার্দূল ঠাকুর। স্পিন সামলাবেন যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর।