নিউজিল্যান্ড সিরিজের আগে কথা বললেন হার্দিক। ছবি: টুইটার
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের। তার পরেই দলে বদলের ডাক উঠেছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরু হওয়ার আগে সে দিকে ইঙ্গিত দিলেন অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। জানালেন, ২০২৪ সালে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। আগামী দিনে অনেক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে চলেছে।
রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ প্রথম সারির ক্রিকেটাররা বিশ্রামে থাকায় হার্দিকই এই সিরিজ়ের নেতৃত্বে। অনেকেই পরের বার তাঁকে অধিনায়ক হিসাবে চাইছেন। নিউজ়িল্যান্ডে হার্দিকের কথাবার্তা শুনে এটা বোঝা গিয়েছে, তিনি দায়িত্ব নিতে তৈরি। তাঁর মন্তব্য অনেক পরিণত, মাথা ঠান্ডা এবং নেতৃত্বদানে পরিণতিবোধের ছাপ রয়েছে। প্রথমে গুজরাত টাইটান্স, তার পর আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। এ বার নিউজ়িল্যান্ড। প্রতি বারই নতুন হার্দিককে চোখে পড়ছে।
বুধবার সাংবাদিক বৈঠকে হার্দিক বলেছেন, “বিশ্বকাপের ফলে সবাই যে হতাশ সেটা জানি। কিন্তু আমরা পেশাদার। তাই কাটিয়ে উঠতেই হবে। যে ভাবে সাফল্যকে মাথায় চড়তে দিই না, সে ভাবেই ব্যর্থতাকেও মনে রাখি না। ভুল শুধরে ভাল ভাবে ফিরে আসতে চাই।”
পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে হার্দিক বলেছেন, “দু’বছর সময় রয়েছে আমাদের হাতে। তাই নতুন প্রতিভা তুলে আনার সময় রয়েছে। অনেক ক্রিকেট খেলা হবে। অনেকেই ভাল মতো সুযোগ পাবে। এখন থেকেই পরিকল্পনা শুরু হচ্ছে। তবে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। অনেক সময় রয়েছে। কোথায় কী করতে হবে সেটা বসে ঠিক করা যাবে। এখন আমাদের দেখতে হবে সবাই যাতে নিজের খেলাটা উপভোগ করতে পারে। ভবিষ্যতের ব্যাপারে পরে ভাবা যাবে।”
শুভমন গিল, উমরান মালিক, ঈশান কিশান, সঞ্জু স্যামসনের মতো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন নিউজ়িল্যান্ড সিরিজ়ে। সে ব্যাপারে হার্দিকের মন্তব্য, “প্রথম সারির ক্রিকেটাররা না থাকায় বাকিদের কাছে সুযোগ এসে গিয়েছে। তবে গত দেড় বছর ধরেই ওরা খেলছে। ওরা যথেষ্ট সুযোগ পেয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সময় কাটিয়েছে। ওদের নিয়ে উত্তেজিত। নিঃসন্দেহে দলে নতুন শক্তি এবং উত্তেজনা চলে এসেছে। প্রত্যেকটি সিরিজ়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ গুরুত্বপূর্ণ নয়, এটা হতে পারে না। এখানে কেউ ভাল খেললে আগামী ৫০ ওভারের বিশ্বকাপের জন্যেও তাকে ভাবা হতে পারে।”
বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পরেই তীব্র আক্রমণ করেছিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন। সে ব্যাপারে হার্দিক বলেছেন, “কারওর কাছে কিছু প্রমাণ করার নেই। খারাপ খেললে লোকে সমালোচনা করবেই। সেটা আমরা সমীহ করি।”