ঋদ্ধিমান খেলবেন, জানালেন কোহলী। ফাইল ছবি
ঘাড়ের ব্যথায় ভুগছিলেন। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহার খেলা নিয়ে সংশয় ছিল। সেই চিন্তা কেটে গেল বৃহস্পতিবার বিরাট কোহলীর কথায়। সাংবাদিক বৈঠকে এসে কোহলী জানিয়ে দিলেন, ফিট হয়ে গিয়েছেন বাংলার উইকেটকিপার।
কোহলী বলেছেন, “এখনও পর্যন্ত যা জানি, ঋদ্ধিমান পুরোপুরি ফিট। ওর ঘাড়ের ব্যথা পুরোপুরি কমে গিয়েছে। ভালই আছে। অনুশীলনও করেছে। কোনও সমস্যা নেই।” কোহলীর কথায় আশ্বাস পেয়েছেন সমর্থকরা। কারণ, ব্যাট হাতে প্রয়োজনে যে ঋদ্ধি জ্বলে উঠতে পারেন, সেটা দেখা গিয়েছে কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই।
শুক্রবার দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন কোহলী। কিন্তু কার জায়গায় তিনি ঢুকবেন, তা এখনও ঠিক হয়নি। কী দল হবে, তা নিয়ে কোহলী বলেছেন, “এখনও ঠিক হয়নি। এটা নিয়ে আলোচনা চলছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সেটা মাথায় রেখেই আমাদের দল গঠন করতে হবে। কারণ এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না যে পাঁচ দিনই আবহাওয়া এ রকম থাকবে। তাই বোলিং কম্বিনেশন কী রকম হতে চলেছে সেটা দেখতে হবে।”