BCCI

India vs New Zealand 2021: ৬২ রানে ইনিংস শেষ! ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড নিউজিল্যান্ডের

ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট দলের রান তোলার নিরিখে এটি সর্বনিম্ন। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৭:০৯
Share:

কোহলীরাই সেরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছবি পিটিআই

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের বিরুদ্ধে টেস্টে এটিই সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে নাগপুর টেস্টে ৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

মুম্বইয়ে দ্বিতীয় দিনে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়েছেন অজাজ পটেল। শনিবার ভারতকে দ্রুত শেষ করে দিয়েও ব্যাট করতে নেমে সামলাতে পারল না নিউজিল্যান্ড। প্রথমে মহম্মদ সিরাজ (৩/১৯) এবং পরে রবিচন্দ্রন অশ্বিনের (৪/৮) বোলিংয়ের সামনে ৬২ রানেই শেষ হয়ে গেল তারা। ২টি উইকেট নেন অক্ষর পটেল।

নিউজিল্যান্ডের ক্ষেত্রে, এটি টেস্টে তাদের ষষ্ঠ সর্বনিম্ন রান। টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রান তাদেরই। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল তারা। টেস্টে সর্বনিম্ন রানের তালিকায় নিউজিল্যান্ডের ৬২ রান রয়েছে ৪৮ নম্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement