শুভমনকে ফেরালেন জেমিসন ছবি: টুইটার থেকে।
শুরুটা ভাল হল না ভারতের জন্য। দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১ রানের মাথায় সাজঘরে ফিরলেন শুভমন গিল। উইকেট নিলেন কাইল জেমিসন।
২৯৬ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৪৯ রানের লিড পের ভারত।
আরও একটি ইনিংসে ৫ উইকেট নিলেন ভারতীয় বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। টিম সাউদিকে ৫ রানের মাথায় বোল্ড করেন তিনি। ১৩০ ওভারে নিউজিল্যান্ডের রান ৮ উইকেটে ২৭০।
আরও একটি উইকেট নিলেন অক্ষর পটেল। টম ব্লান্ডেলকে ১৩ রানের মাথায় বোল্ড করলেন তিনি। নিউজিল্যান্ডের রান ১২৫ ওভারে ৭ উইকেটে ২৫৯।
চা বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ২৪৯। টম ব্লান্ডেল ১০ ও কাইল জেমিসন ২ রান করে ব্যাট করছেন।
এ বার উইকেট নিলেন ভারতের আর এক বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। রচিন রবীন্দ্রকে ১৩ রানের মাথায় আউট করেন তিনি। নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ২৪১।
শতরান হাতছাড়া করলেন টম লাথাম। ৯৫ রানের মাথায় অক্ষর পটেলের বলে স্টাম্প আউট হলেন তিনি। নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২২৮।
আরও এক ব্যাটার অক্ষরের শিকার। হেনরি নিকোলসকে ২ রানের মাথায় আউট করেন তিনি। নিউজিল্যান্ডের রান ৪ উইকেটে ২১৮। লাথাম ৯০ রান করে ব্যাট করছেন।
ভাল খেলছেন টম লাথাম। শতরানের পথে তিনি। ৯২ ওভারে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ২১১। লাথাম ৮৭ ও টেলর ৯ রান করে খেলছেন।
মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই অধিনায়ক কেন উইলিয়ামনকে ১৮ রানের মাথায় আউট করলেন উমেশ যাদব। নতুন বলে কামাল দেখালেন উমেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১৯৭। টম লাথাম ৮২ রান করে খেলছেন।
ইয়ং আউট হলেও আর এক ওপেনার টম লাথাম ভাল খেলছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭৫ ওভারে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ১৮৩। লাথাম ৭২ ও উইলিয়ামসন ১৪ করে খেলছেন।
নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৯ রান করে ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট উইল ইয়ং। দলের রান ৬৭ ওভারে ১ উইকেটে ১৫১।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ঘাড়ের চোটে মাঠে নামতে পারলেন না দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে কিপিং করতে নামলেন শ্রীকর ভরত।