India vs Ireland 2022

আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারাল ভারত, কোন পথে জিতলেন কিশনরা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত। নেতৃত্বে হার্দিক পাণ্ড্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:২৬
Share:

ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০১:২০ key status

প্রথম টি-টোয়েন্টি জিতে নিল ভারত

সাত উইকেটে জয় ভারতের। ওপেনার দীপক হুডার চমক। অপরাজিত রইলেন ৪৭ রানে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০১:১১

আউট হার্দিক

অধিনায়ক ফিরে গেলেন সাজঘরে। ২৪ রান করে আউট হার্দিক।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০১:০৬

৫০ রানের জুটি

হার্দিক এবং দীপক হুডার ৫০ রানের জুটি। পয় পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:৫৪

৪ ওভারে ৪৫ রান

পাওয়ার প্লে-তে ৪৫ রান তুলল ভারত। আউট ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব। ক্রিজে রয়েছেন হার্দিক পাণ্ড্য এবং দীপক হুডা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:৩৮

২ ওভারে ২০ রান

ভারতের নতুন ওপেনিং জুটিতে ২০ রান উঠল ২ ওভারে। কিশন অপরাজিত ১৬ রানে। হুডা খেলছেন ২ রানে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:৩১

ভারতীয় দলের ওপেনিংয়ে চমক

ঈশান কিশনের সঙ্গে ওপেন করতে নামলেন দীপক হুডা।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:২১ key status

১২ ওভারে ১০৮ রান আয়ারল্যান্ডের

বৃষ্টির জন্য ১২ ওভারে খেলা হবে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে ১০৮ রান তুলল আয়ারল্যান্ড। জয়ের ভারতের প্রয়োজন ১০৯ রান।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:১৫

অর্ধশতরান টেক্টরের

২৯ বলে ৫০ করলেন হ্যারি টেক্টর। টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় অর্ধশতরান তাঁর।

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০০:০৪ key status

চতুর্থ উইকেট

উইকেট পেলেন চহাল। আয়ারল্যান্ডের টাকারকে ফেরালেন তিনি। ১৮ রান করে আউট টাকার। ৯ ওভারে উঠল ৭৩ রান।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:৫৬

সপ্তম ওভার শেষ

এক ওভার করে বল করলেন উমরান, আবেশ, চহালরা। সাত ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৫৬/৩।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:৪৪ key status

তৃতীয় উইকেট

আবেশ খানের বলে আউট গ্যারেথ ডেলানি। তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড। চতুর্থ ওভার শেষে স্কোর ৩২/৩।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:৩৬

তিন ওভার শেষে

আয়ারল্যান্ডের স্কোর ১৭/২। দু’ওভার করলেন ভুবনেশ্বর কুমার।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:৩০ key status

দ্বিতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড

মাত্র ৬ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড। হার্দিকের বলে ক্যাচ দিলেন স্টার্লিং।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:২৩ key status

প্রথম ওভারেই উইকেট

ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দিলেন অ্যান্ডি ব্যালবিরনিকে। শূন্য রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:০৭ key status

বৃষ্টির জন্য কমল ওভার

বৃষ্টির জন্য সময় নষ্ট। ম্যাচের ওভার কমল। ১২ ওভারে হবে খেলা। পাওয়ার প্লে চার ওভারের। ভারতীয় সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচ।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৫৩

ডাবলিনে ফের বৃষ্টি

ফের বৃষ্টি পড়ছে ডাবলিনে। ম্যাচ শুরু হতে দেরি হবে বলে জানানো হয়েছে।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৫২ key status

ভারতের প্রথম একাদশ

ওপেন করবেন ঈশান কিশন এবং রুতুরাজ গায়কোয়াড়। চোট সারিয়ে দলে ফিরলেন সূর্যকুমার যাদব। উমরানের সঙ্গে পেসার হিসাবে দলে ভুবনেশ্বর এবং আবেশ।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৪৪ key status

টস জিতে বল করার সিদ্ধান্ত হার্দিকের

টস জিতলেন হার্দিক। ভারত অধিনায়ক হিসাবে প্রথম বার টস করতে নেমে জিতলেন তিনি। বল করার সিদ্ধান্ত নিলেন হার্দিক। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আগে বল করার সিদ্ধান্ত ভারতের।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৩৩

বৃষ্টির জন্য টসের দেরি

ডাবলিনে হাল্কা বৃষ্টি। দেরিতে হবে টস।

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:২১ key status

আয়ারল্যান্ডে অভিষেক উমরানের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে উমরান। অভিষেক ঘটছে কাশ্মীরি পেসারের। আইপিএলে ভাল বল করার পুরস্কার পেলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement