Kapil Dev

Virat Kohli: ছন্দে ফিরতে কোহলীকে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের

রান পাচ্ছেন না কোহলী। দীর্ঘ দিন ধরেই তাঁর ব্যাটে রান নেই। তাঁকে এ বার রঞ্জি খেলার পরামর্শ দিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী নেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৮:৪১
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি

ভারতীয় বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে কোহলীকে বিশ্রাম দেওয়া হয়েছে। অনেকেই বলে দিচ্ছেন, কোহলীকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে একমত নন কপিল দেব।

Advertisement

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, কোহলী যে মাপের ক্রিকেটার তাতে ‘বাদ’ শব্দটা ব্যবহার করা হবে না তাঁর ক্ষেত্রে। তবে কপিলের মতে, রানে ফিরতে কোহলীর উচিত রঞ্জি ট্রফি বা সেই রকম কোনও প্রতিযোগিতায় খেলা।

এক চ্যানেলে কপিল বলেছেন, “এমন নয় যে গত পাঁচ-ছ’বছরে কোহলীকে ছাড়া কোনও দিন ভারত খেলেনি। তবে ওর মতো ক্রিকেটারকে আমি ছন্দে দেখতে চাই। ওকে হয়তো বাদ বা বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এখনও ওর মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে।”

Advertisement

কপিল আরও বলেছেন, “ও দরকারে রঞ্জি ট্রফি বা বিশ্বের অন্য যে কোনও প্রতিযোগিতায় খেলুক। ওর আত্মবিশ্বাস ফেরাতেই হবে। দুর্দান্ত এবং ভাল ক্রিকেটারের মধ্যে পার্থক্য রয়েছে। ওর মতে দুর্দান্ত ক্রিকেটারের ছন্দে ফিরতে এত সময় লাগা উচিত নয়। নিজের সঙ্গে লড়াই করে ছন্দে ফেরা দরকার।”

বিশ্রাম নয়, ছন্দে ফিরতে কোহলীর আরও বেশি ম্যাচ খেলা দরকার বলে মনে করেন কপিল। বলেছেন, “কী ভাবে ও ছন্দে ফেরে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ওকে আরও অনুশীলন করতে হবে, আরও ম্যাচ খেলতে হবে। তবেই পুরনো ছন্দে দেখা যাবে ওকে। টি-টোয়েন্টিতে এখনও কোহলীর চেয়ে বড় ক্রিকেটার আছে বলে আমি মনে করি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement