ছবি: রয়টার্স
রোহিত শর্মাদের বিরুদ্ধে পর্যুদস্ত জস বাটলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ভারত। সেই দলের খুঁত ধরছেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে, ভারতীয় দলে এখনও কিছু ত্রুটি রয়েছে।
শনিবার ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দেয় ভারত। সেই ম্যাচের পর ভন টুইট করে লেখেন, ‘‘দুটো ম্যাচেই ভারত দারুণ খেলেছে কিন্তু এখনও উন্নতির জায়গা রয়েছে। দু-এক জন ক্রিকেটার যারা এই দলে নেই, তারা ফিরলে আরও শক্তিশালী হবে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব ভাল জায়গায় রয়েছে ওরা।’’
বার্মিংহামের ম্যাচে দলে ফিরেছিলেন বিরাট কোহলী, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরারা। সেই ম্যাচে মাত্র এক রান করে আউট হয়ে যান বিরাট। ওপেন করতে নেমে ভাল শুরু করেও বেশি রান করতে পারেননি পন্থ (২৬)। একটা সময় ৮৯ রানে পাঁচ উইকেট হারানো ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন রবীন্দ্র জাডেজা। তিনি ৪৬ রানে অপরাজিত থাকেন। তাঁর দাপটেই ১৭০ রান তোলে ভারত।
বল হাতে নজর কাড়েন ভুবনেশ্বর কুমার। তিন ওভার বল করে ১৫ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। এক ওভার মেডেনও দেন ভুবি। বুমরা নেন দুই উইকেট। রবিবার নটিংহামে ফের মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এর পর তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে দুই দল।