ছবি: রয়টার্স
প্রথম দিনের খেলা শেষ। জাডেজা ৮৩ এবং শামি শূন্য রানে অপরাজিত রয়েছেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হল ৭৩ ওভার।
মাত্র ১ রান করে স্টোকসের বলে আউট শার্দুল। ভারত ৭ উইকেটে ৩২৩। ৬৮ রানে অপরাজিত জাডেজা
পন্থ ১৩৮ এবং জাডেজা ৬০ রানে ব্যাট করছেন। ভারত ৫ উইকেটে ৩০৩।
ভারত ৫ উইকেটে ২৫০। পন্থ-জাডেজা জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ১৫২ রান।
৮৯ বলে শতরান করলেন পন্থ। চাপের মুখে টেস্ট ক্রিকেটে পঞ্চম শতরান করলেন উইকেটরক্ষক-ব্যাটার।
ভারত ৫ উইকেটে ২০৬ রান। খেলছেন পন্থ (৮০) এবং জাডেজা (৩৭)
পন্থ ৬১ এবং জাডেজা ৩২ রানে অপরাজিত রয়েছেন। ষষ্ঠ উইকেটের জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ৮৪ রান
প্রথম দিনের চা বিরতি। উইকেটে আছেন পন্থ (৫৩) এবং জাডেজা (৩২)।
পন্থ ৩৯ এবং জাডেজা ২৬ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা এখনও পর্যন্ত যোগ করেছেন ৫২ রান।
অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক বিলিংসের হাতে ক্যাচ দিলেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। সেই দলেই খেলেন বিলিংস। নাইট অধিনায়কের ক্যাচ জমা হল এক নাইটের হাতেই। ১৫ রান করেই আউট শ্রেয়স।
পটসের বলে এলবিডব্লিউ হলেন হনুমা। ২০ রান করে ফিরলেন তিনি। মাঠে নামলেন পন্থ।
এজবাস্টনে বৃষ্টি থেমেছে। মাঠও অনেকটাই শুকনো। ভারতীয় সময় সন্ধ্যা ৬:৪৫ মিনিটে খেলা শুরু হতে পারে।
এজবাস্টনে বৃষ্টি থেমে গিয়েছে। কিন্তু আউটফিল্ডে জল থাকায় এখনও খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
২০.১ ওভার পরেই বৃষ্টি শুরু এজবাস্টনে। খেলা বন্ধ হলে মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয় সময়ের আগেই। ভারতের স্কোর ৫৩/২।
ক্রিজে বিরাট কোহলী (১ রানে অপরাজিত) এবং হনুমা বিহারী (১৪ রানে অপরাজিত)। ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে দেন অ্যান্ডারসন।
ঘাতক সেই অ্যান্ডারসন। পুজারাকে ফেরালেন তিনি। ১৩ রান করে স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পুজারা।