India vs England 2022

India vs England 2022: পন্থের শতরান, জাডেজা অপরাজিত ৮৩, প্রথম দিনের শেষে ভারত ৭ উইকেটে ৩৩৮

ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দিতে নামলেন যশপ্রীত বুমরা। রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় তিনি নেতৃত্ব দিচ্ছেন ভারতকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:৩৬
Share:

ছবি: রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২৩:৩৩ key status

ভারত ৭ উইকেটে ৩৩৮

প্রথম দিনের খেলা শেষ। জাডেজা ৮৩ এবং শামি শূন্য রানে অপরাজিত রয়েছেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হল ৭৩ ওভার।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২৩:০৫ key status

আউট শার্দুল

মাত্র ১ রান করে স্টোকসের বলে আউট শার্দুল। ভারত ৭ উইকেটে ৩২৩। ৬৮ রানে অপরাজিত জাডেজা

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:৫৪ key status

আউট পন্থ

ভারত ৬ উইকেটে ৩২০। ১৪৬ রান করে আউট হলেন ভারতের সহ-অধিনায়ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:৪০ key status

ষষ্ঠ উইকেটের জুটিতে ২০০ রান

পন্থ ১৩৮ এবং জাডেজা ৬০ রানে ব্যাট করছেন। ভারত ৫ উইকেটে ৩০৩।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:৩০ key status

ভারত ৫ উইকেটে ২৮৬

পন্থ ১২৮ এবং জাডেজা ৫৪ রানে ব্যাটিং করছেন।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:১১ key status

জাডেজার ৫০

ভারত ৫ উইকেটে ২৫০। পন্থ-জাডেজা জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ১৫২ রান।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২২:০৮ key status

পন্থের শতরান

৮৯ বলে শতরান করলেন পন্থ। চাপের মুখে টেস্ট ক্রিকেটে পঞ্চম শতরান করলেন উইকেটরক্ষক-ব্যাটার।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২১:৩৮

টেস্টে ২০০০ রান পন্থের

ভারত ৫ উইকেটে ২০৬ রান। খেলছেন পন্থ (৮০) এবং জাডেজা (৩৭)

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২১:১৫

ভারত ৫ উইকেটে ১৮২

পন্থ ৬১ এবং জাডেজা ৩২ রানে অপরাজিত রয়েছেন। ষষ্ঠ উইকেটের জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ৮৪ রান

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২০:৫৫

ভারত ৫ উইকেটে ১৭৪

প্রথম দিনের চা বিরতি। উইকেটে আছেন পন্থ (৫৩) এবং জাডেজা (৩২)।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২০:২০

ভারত ৫ উইকেটে ১৫০

পন্থ ৩৯ এবং জাডেজা ২৬ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা এখনও পর্যন্ত যোগ করেছেন ৫২ রান।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৯:২৪

আউট শ্রেয়স

অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক বিলিংসের হাতে ক্যাচ দিলেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। সেই দলেই খেলেন বিলিংস। নাইট অধিনায়কের ক্যাচ জমা হল এক নাইটের হাতেই। ১৫ রান করেই আউট শ্রেয়স।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৯:১৩ key status

আউট বিরাট

পটসের বলে বোল্ড বিরাট। মাত্র ১১ রান করে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৮:৫৭

আউট হনুমা

পটসের বলে এলবিডব্লিউ হলেন হনুমা। ২০ রান করে ফিরলেন তিনি। মাঠে নামলেন পন্থ।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৮:৩৩

খেলা শুরু হওয়ার সম্ভাবনা

এজবাস্টনে বৃষ্টি থেমেছে। মাঠও অনেকটাই শুকনো। ভারতীয় সময় সন্ধ্যা ৬:৪৫ মিনিটে খেলা শুরু হতে পারে।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৭:৫৮

বৃষ্টি থামলেও শুরু করা যাচ্ছে না খেলা

এজবাস্টনে বৃষ্টি থেমে গিয়েছে। কিন্তু আউটফিল্ডে জল থাকায় এখনও খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। 

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৬:৫৬ key status

বৃষ্টির জন্য আগেই নেওয়া হল মধ্যাহ্নভোজ

২০.১ ওভার পরেই বৃষ্টি শুরু এজবাস্টনে। খেলা বন্ধ হলে মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয় সময়ের আগেই। ভারতের স্কোর ৫৩/২।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৬:৪৮

২০ ওভারে ভারত তুলল ৫৩ রান

ক্রিজে বিরাট কোহলী (১ রানে অপরাজিত) এবং হনুমা বিহারী (১৪ রানে অপরাজিত)। ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে দেন অ্যান্ডারসন। 

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৬:৩০ key status

আউট পুজারা

ঘাতক সেই অ্যান্ডারসন। পুজারাকে ফেরালেন তিনি। ১৩ রান করে স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পুজারা।

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৫:৫১

১০ ওভারে উঠল ৩১ রান

প্রথম দশ ওভারে ভারত তুলল ৩১ রান। ক্রিজে পুজারা (৭ রানে অপরাজিত) এবং হনুমা (২ রানে অপরাজিত)। সাজঘরে ফিরে গিয়েছেন শুভমন (১৭)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement