ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জয়ের ট্রফি নিয়ে বাংলাদেশের অধিনায়ক লিটন। ছবি: টুইটার।
ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতলেও ৩-০ ব্যবধান না হওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শনিবার তৃতীয় ম্যাচের পর তিনি মেনে নিয়েছেন, ঈশান কিশনের অনবদ্য ব্যাটিংয়ের জন্যই শেষ ম্যাচে জয় অধরা থাকল বাংলাদেশের।
ম্যাচের পর ভারতের দুই ব্যাটারের প্রশংসা করেছেন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক। ঈশান ছাড়াও বিরাট কোহলির শতরানেরও প্রশংসা করেছেন তিনি। লিটন বলেছেন, ‘‘ঈশান এবং কোহলি অনবদ্য ব্যাটিং করল। বিশেষ করে ঈশানকে কুর্নিশ করতে হবে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওর আগ্রাসী ব্যাটিং থামাতে পারিনি কোনও ভাবেই। ৩৩০ থেকে ৩৪০ রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারলে হয়তো অন্য রকম ম্যাচ হত। ভারত শক্তিশালী দল। যদিও প্রথম দু’টো ম্যাচে আমরা ওদের থেকে ভাল ক্রিকেট খেলেছি।’’
প্রথম বার সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদি হাসান মিরাজ়। তিন ম্যাচে ১৪১ রান করেছেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। প্রথম দু’টি এক দিনের ম্যাচ মূলত তাঁর মরিয়া লড়াইয়ের কাছেই হেরে গিয়েছেন রোহিত শর্মারা।
উচ্ছ্বসিত মেহেদি বলেছেন, ‘‘এই প্রথম সিরিজ়ের সেরার পুরস্কার পেলাম। বলতে পারেন ভারতকে হারিয়ে আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলাম। এখন আমাদের লক্ষ্য এক দিনের বিশ্বকাপ। আমাদের আরও ভাল খেলতে হবে। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওদের সঙ্গে কথা বলব। আমি শুধু ইতিবাচক থাকতে চাই।’’
উল্লেখ্য, দেশের মাটিতে ভারতকে পর পর দু’টি এক দিনের সিরিজ়ে হারাল বাংলাদেশ। সাত বছর আগে ২-১ ব্যবধানে সিরিজ় হেরেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল।