— ফাইল চিত্র।
মাঠে রজনীকান্ত। তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে সমস্যায় পড়ল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকাসনে ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সুপার স্টার।
২০ ওভারের ক্রিকেটের দাপটে এক দিনের ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে। ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন ক্রিকেট কর্তারা। অথচ যাঁর টানে হাজার হাজার মানুষ সিনেমা হলে ছুটে যান, সেই রজনীকান্ত মাঠে ছুটে এলেন এক দিনের ক্রিকেটের টানে। ভারত-অস্ট্রেলিয়ার এক দিনের ম্যাচের লড়াই উপভোগ করলেন দর্শকাসনে বসে। ৭২ বছরের তরুণের উপস্থিতিও চাপ মুক্ত রাখতে পারল না হার্দিক পাণ্ড্যর দলকে। বল হাতে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছিল ম্যাচের প্রথমার্ধে। যদিও ভারতের ব্যাটিংয়ের সময় থমকে গেল গ্যালারির উচ্ছ্বাস।
৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ঈশান কিশন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা দলকে নির্ভরতা দিতে পারলেন না। ভারতের ব্যাটিং ব্যর্থতায় ওয়াংখেড়ের গ্যালারি যখন প্রায় চুপচাপ, তেমনই এক সময় টেলিভিশন ক্যামেরায় দেখা গেল দক্ষিণী সিনেমার তারকাকে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্রিকেটপ্রেমীরা।
জনপ্রিয়তায় ক্রিকেটের সঙ্গে টক্কর নিতে পারেন রজনীকান্ত। বড়পর্দায় যিনি ‘সুপার হিরো’র একাধিক ভূমিকায় ধরা দিয়েছেন, যিনি অসংখ্য অসাধ্যসাধন করেছেন, সেই রজনীকান্তের সামনেই ইনিংসের শুরু থেকে চাপ সঙ্গে নিয়ে লড়াই চালাল ভারতীয় দল। ক্রিকেটে রি-টেক নেই। এক বলের খেলা। তাই পর্দার রজনীকান্তের ভূমিকাতেও হার্দিকের দলের কাউকে পাওয়া গেল না। লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজার জুটি অবশ্য দলকে পৌঁছে দিলেন জয়ের কাছে। শুক্রবার ভারতীয় দলের পারফরম্যান্স বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রজনীকান্তের সামনে ‘ফ্লপ’ও করল না শেষ পর্যন্ত।