বিরাট কোহলি। —ফাইল চিত্র।
নতুন সমস্যায় বিরাট কোহলি। এমনিতেই ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না তাঁর। এ বার মাঠের বাইরের এক সমস্যা কোহলির সামনে। আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় ব্যাটার। মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিস পেয়েছেন তিনি।
বেঙ্গালুরুতে একটি পানশালার অন্যতম মালিক কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই রয়েছে সেই পানশালা। আইপিএল চলাকালীন মাঝেমাঝে সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন কোহলি। সেই পানশালার বিরুদ্ধে অভিযোগ করেছেন বেঙ্কটেশ নামের এক সমাজকর্মী। তাঁর অভিযোগ, দমকল বিভাগ থেকে নো-অবজেকশন শংসাপত্র নেয়নি সেই পানশালা। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্ন করেছেন বেঙ্কটেশ।
অভিযোগ পাওয়ার পরে তা খতিয়ে দেখেছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তদন্তে দেখা গিয়েছে, অভিযোগ সঠিক। অর্থাৎ, দমকল বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই সেই পানশালা চলছে। ফলে পানশালার মালিকদের নোটিস পাঠিয়েছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তালিকায় কোহলির নামও রয়েছে।
এর মাঝে অস্ট্রেলিয়াতেও এক বিতর্কে জড়িয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক কোহলির সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন। তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় কোহলির। কোহলির ব্যবহার পছন্দ করেনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তাঁর সমালোচনা করা হয়েছিল।
চলতি বর্ডার-গাওস্কর সিরিজ়ের প্রথম টেস্টে পার্থে শতরান করেছিলেন কোহলি। জিতেছিল দল। দেখে মনে হচ্ছিল, আবার পুরনো ফর্মে ফিরেছেন কোহলি। কিন্তু পরের দুই টেস্টে রান পাননি তিনি। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। কোহলিকে ফর্মে ফেরার উপায় বাতলে দিয়েছেন সুনীল গাওস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দেখার, মেলবোর্নে তাঁর ব্যাটে রান আসে কি না।