লাল বলের ফরম্যাটেও বিশ্বের এক নম্বর হওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মার দলের সামনে। ফাইল ছবি
সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই এক নম্বর দল ভারত। টি-টোয়েন্টির পর কিছু দিন আগে এক দিনের ক্রিকেটেও শীর্ষস্থান অর্জন করেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ে লাল বলের ফরম্যাটেও বিশ্বের এক নম্বর হওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মার দলের সামনে। এ ছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তো রয়েছেই।
কী করলে টেস্টে বিশ্বের এক নম্বর দল হতে পারে ভারত?
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ়। সেই সিরিজ়ে যদি অন্তত দু’টি টেস্টের ব্যবধানে জিততে পারে ভারত, তা হলেই এক নম্বর দল হয়ে যাবে তারা। অর্থাৎ রোহিতদের জিততে হবে ২-০, ৩-১, ৩-০ বা ৪-০ ব্যবধানে। সে ক্ষেত্রে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা দল হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত।
পাশাপাশি টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনে। এই মুহূর্তে সেই প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সেই জায়গা ধরে রাখতে পারলে ফাইনালের যোগ্যতা অর্জন করতে অসুবিধা হবে না। সে ক্ষেত্রে ভারতকে ফাইনালে খেলতে হবে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। তা না হলে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। শ্রীলঙ্কা খেলতে যাবে নিউ জ়িল্যান্ডে।