India vs Australia

টসে হেরেও আত্মবিশ্বাসী রোহিত! মাঠে নামার আগেই ম্যাচ জেতার হুঙ্কার ভারত অধিনায়কের

নাগপুর টেস্টে টসে জেতায় কাজটা শুরুতেই সহজ হয়ে গিয়েছিল। দিল্লিতে অবশ্য সেটা হচ্ছে না। টসে হেরে গেলেন রোহিত শর্মা। তবে সেটাকে পাত্তাই দিতে চাইলেন না ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮
Share:

রোহিত সাফ বলে দিলেন, টস নিয়ে তাঁরা ভাবছেনই না। ছবি: পিটিআই

নাগপুর টেস্টে টসে জেতায় কাজটা শুরুতেই সহজ হয়ে গিয়েছিল। দিল্লিতে অবশ্য সেটা হচ্ছে না। টসে হেরে গেলেন রোহিত শর্মা। তিনিই কয়েন ছুঁড়েছিলেন। বিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্স ‘টেল’ ডাকলেন। সেটাই হল। সঙ্গে সঙ্গে অজি অধিনায়ক জানিয়ে দিলেন, তিনি আগে ব্যাট করতে চান। রোহিত অবশ্য সাফ বলে দিলেন, টস নিয়ে তাঁরা ভাবছেনই না।

Advertisement

টসের পর রোহিতের কথায়, “জিতলে আমরাও প্রথমে ব্যাটই করতাম। তবে গত ম্যাচে আমরা যে ভাবে খেলেছি, তা হলে টসের ব্যাপারটা মাথায় রাখছি না। মাঠে নেমে ভাল ক্রিকেট খেলাই হতে চলেছে আমাদের মন্ত্র। সাজঘরেও টস নিয়ে আমরা কথা বলেছি। দলের প্রত্যেককে বলেছি টসের ফলাফল নিয়ে না ভাবতে। ফলে টসে হার আমাদের কাছে কোনও ব্যাপার নয়।”

দিল্লিতে শততম টেস্টে খেলতে চলেছেন চেতেশ্বর পুজারা। তাঁর প্রায় গোটা পরিবারই রাজকোট থেকে এসেছে খেলা দেখতে। সতীর্থকে নিয়ে রোহিত বলেছেন, “আমরা ওকে নিয়ে উত্তেজিত। ওর পরিবারও এখানে রয়েছে। তাই দ্বিগুণ খুশির কারণ পুজারার কাছে। ১০০ টেস্ট ম্যাচ খেলা মোটেই সহজ কথা নয়। মাঝের সময়টায় অনেক উত্থান-পতনের সাক্ষী থাকতে হয়। সে সব পেরিয়ে পুজারা শততম টেস্ট খেলতে পারায় আমরা প্রত্যেকে খুশি।”

Advertisement

সেই সঙ্গেই রোহিত জানালেন, তাঁর দলে একটি পরিবর্তন। চোট সারিয়ে সুস্থ হয়ে যাওয়ায় দলে ফিরেছেন শ্রেয়স আয়ার। নাগপুরে টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব বাদ পড়েছেন প্রথম একাদশ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement