শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৭:৩৫
১১ ওভারে জয়ের রান তুলল অস্ট্রেলিয়া
বিশাখাপত্তনমে হারল ভারত। সহজেই জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ১১৮ রানের লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়া নিল মাত্র ১১ ওভার।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৬:৫৫
সহজেই রান তুলছে অস্ট্রেলিয়া
মিচেল মার্শ এবং ট্রেভিস হেড ওপেন করছেন। তাঁরা সহজেই মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে সামলাচ্ছেন। প্রথম তিন ওভারে ২৪ রান তুলল অস্ট্রেলিয়া।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৬:৫০
অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১১৮ রান
ভারতের ইনিংস শেষ হয়ে গেল ১১৭ রানে। বিশাখাপত্তনমে ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫০ ওভারের ক্রিকেটে সহজ লক্ষ্যের সামনে অস্ট্রেলিয়া।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৫:৪২
আউট শামি
শামিকে (শূন্য) আউট করলেন অ্যাবট। ভারত ১০৩/৯। অ্যাবটের সামনে হ্যাটট্রিকের সুযোগ।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৫:৪০
আউট কুলদীপ
কুলদীপকে (৪) আউট করলেন অ্যাবট। ভারত ১০৩/৮।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৫:২৮
২২ ওভারে ভারত ৯৭/৭
ব্যাট করছেন অক্ষর (১২) এবং কুলদীপ (৩)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৫:১৮
আউট জাডেজা
জাডেজাকে (১৬) আউট করলেন এলিস। ভারত ১৯.৩ ওভারে ৯১/৭।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৫:১১
১৮ ওভারে ভারত ৮৬/৬
ব্যাট করছেন জাডেজা (১৩) এবং অক্ষর (৭)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:৫৫
আউট কোহলি
কোহলিকে (৩১) আউট করলেন এলিস। ভারত ৭১/৬।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:৪৯
১৪ ওভারে ভারত ৬৭/৫
ব্যাট করছেন কোহলি (৩০) এবং জাডেজা (৮)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:৩৭
১২ ওভারে ভারত ৬৪/৫
ব্যাট করছেন কোহলি (২৮) এবং জাডেজা (৮)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:২৭
১০ ওভারে ভারত ৫০/৫
ব্যাট করছেন কোহলি (২২) এবং জাডেজা (২)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:২৩
আউট হার্দিক
হার্দিককে (১) আউট করলেন অ্যাবট। ভারত ৪৯/৫।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:১৮
আউট রাহুল
রাহুলকেও (৯) আউট করলেন স্টার্ক। ভারতের প্রথম ৪ উইকেটই তুলে নিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি জোরে বোলার। ভারত ৮.৪ ওভারের ৪৮/৪।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৪:০৮
৭ ওভারে ভারত ৪২/৩
উইকেটে রয়েছেন কোহলি (১৮) এবং রাহুল (৭)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৩:৫৮
আউট সূর্যকুমার
সূর্যকুমারকে (শূন্য) প্রথম বলেই আউট করলেন স্টার্ক। হ্যাটট্রিকের সামনে অস্ট্রেলীয় জোরে বোলার। ভারত ৩২/৩।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৩:৫৫
আউট রোহিত
রোহিতকে (১৩) আউট করলেন স্টার্ক। ভারত ৩২/২।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৩:৪৮
৩ ওভারে ভারত ২৯/১
উইকেটে রয়েছেন রোহিত (১১) এবং কোহলি (১৪)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৩:৩৮
১ ওভারে ভারত ৮/১
উইকেটে রয়েছেন রোহিত (৫) এবং কোহলি (১)।
শেষ আপডেট:
১৯ মার্চ ২০২৩ ১৩:৩৪
আউট শুভমন
শুভমনকে (শূন্য) আউট করলেন স্টার্ক। ভারত ৩/১।