WTC Final 2023

টেস্ট বিশ্বকাপ ফাইনালে চাপে কোহলিরা, ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে ৩২৭ রান তুলে ভারতকে চাপে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। শতরান করেছেন ট্রেভিস হেড। স্টিভ স্মিথ প্রথম দিনের শেষে ৯৫ রানে অপরাজিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৫:০০
Share:

বিরাট কোহলি। ছবি: রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২২:৪১ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

৫ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে ভারত। অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩১৮ রান পিছিয়ে তারা। 

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২২:১৩ key status

আউট জাডেজা

ভাল খেলছিলেন জাডেজা। অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। কিন্তু নেথান লায়নের বলে খোঁচা মেরে ৪৮ রানের মাথায় আউট হলেন তিনি। ভারতের পঞ্চম উইকেট পড়ল। 

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২২:১০ key status

অর্ধশতরানের জুটি রাহানে-জাডেজার

ধাক্কা সামলে ভারতের ইনিংসকে সামলাচ্ছেন অজিঙ্ক রাহানে ও রবীন্দ্র জাডেজা। দু’জনের মধ্য়ে অর্ধশতরানের জুটি হয়েছে। জাডেজা ৪৮ ও রাহানে ২৬ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২০:৪৪ key status

আউট বিরাট কোহলি

রান করতে পারলেন না বিরাট কোহলিও। মিচেল স্টার্কের বাউন্সার কোহলির ব্যাটে লেগে স্লিপে যায়। ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ১৪ রান করে আউট কোহলি। চাপে পড়ে গিয়েছে ভারত। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২০:২০ key status

আউট পুজারা

শুভমন গিলের আউটের রিপ্লে দেখালেন চেতেশ্বর পুজারা। ক্যামেরন গ্রিনের অফ স্টাম্পের বাইরে পড়া বল ছেড়ে দেন তিনি। পুজারা ভেবেছিলেন বল বেরিয়ে যাবে। কিন্তু পিচে পড়ে বল ভিতরের দিকে ঢুকে উইকেটে গিয়ে লাগে। ১৪ রান করে আউট হন পুজারা। 

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২০:০৩ key status

চা বিরতির পরে খেলা শুরু

ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। 

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৯:৪৪ key status

চা বিরতিতে ভারত ৩৭/২

ভারতের প্রথম দুই উইকেট চলে যায় শুরুতেই। রোহিত এবং শুভমনকে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসাররা। অস্ট্রেলিয়ার ৪৬৯ রান টপকাতে হলে বড় ইনিংস প্রয়োজন ভারতীয় ব্যাটারদের থেকে। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৯:৩১ key status

আউট গিল

ভারতের দুই ওপেনারই আউট। রোহিতের পর শুভমন ফিরলেন সাজঘরে। স্কট বোলান্ডের বলের লাইন বুঝতে পারেননি শুভমন। বলটি ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বাইরে যাবে। কিন্তু ভিতরে ঢুকে আসে বল। তাতেই বোল্ড হন শুভমন।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৯:২৯ key status

আউট রোহিত

মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের বিরুদ্ধে শুরুটা ভাল করেছিলেন রোহিত। একের পর এক পুল মারার চেষ্টা করছিলেন। দু'টি চারও মারেন। কিন্তু কামিন্সের বলেই এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক। ভিতরে ঢুকে আসা বল সামলাতে পারেননি। পায়ে লাগে বল। আউট হয়ে যান রোহিত।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৯:২৭ key status

অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ৪৬৯ রানে

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৮:৪০ key status

আউট কামিন্স

উমেশের বলে বড় শট খেলতে গিয়ে আউট কামিন্স। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ৪৬৯ রানে। আরও বড় রান হতে পারত। কিন্তু সিরাজদের দাপটে অস্ট্রেলিয়ার পরের দিকের ব্যাটাররা বেশি রান করতে পারেননি।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৮:৩১ key status

আউট লায়ন

উমেশের বলে বোল্ড লায়ন। নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৮:২৭

৪৫০ রান পার করল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে বড় রান তুলছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৪৫০ রান তুলে ফেলেছে। এখনও হাতে ২ উইকেট।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৮:২৬ key status

আউট ক্যারি

জাডেজার বলে এলবিডব্লিউ হলেন ক্যারি। সোজা বলে ব্যাটের লাইন ভুল করলেন। ৪৮ রান করে আউট ক্যারি।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৬:৩৯ key status

আউট স্টার্ক

রান আউট হলেন স্টার্ক। অক্ষর নেমেছিলেন পরিবর্ত ফিল্ডার হিসাবে। তাঁর ছোড়া বলে ভাঙল উইকেট। আরও একটি উইকেট হারাল অস্ট্রেলিয়া।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৬:১৪ key status

আউট স্মিথ

দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট তুলে নিল ভারত। শার্দূল ঠাকুরের বলে বোল্ড হলেন স্মিথ। বলের লাইন ভুল করেন তিনি। ব্যাটে লেগে বল উইকেট ভেঙে দেয়। ১২১ রান করে আউট হন স্মিথ।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৬:০৮

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা

শামির বলে দাপট। এলবিডব্লিউ-র সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। উমেশ যাদবও প্রথম দিনের ভুল থেকে শিক্ষা নিয়েছেন।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৫:৩৩ key status

অবশেষে আউট হেড

অপেক্ষার অবসান। প্রথম দিনের মধ্যাহ্নভোজের পর উইকেট গিয়েছিল অস্ট্রেলিয়ার। তার পরের উইকেট নিতে খরচ হল ২৮৫ রান। ১৬৩ রানে থামল হেডের ইনিংস।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৫:১৮ key status

হেডের ১৫০ রান পার

শুরুতে উইকেট নিয়ে ধাক্কা এখনও দিতে পারেনি ভারত। উল্টো দিকে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার একের পর এক বাউন্ডারি মারছেন। চার ১৫০ রান পার করলেন হেড। ভারতের দুই পেসার শামি এবং সিরাজ এখনও পর্যন্ত কোনও উইকেট নেওয়ার মতো সুযোগ তৈরি করতে পারেননি।

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৫:০৯ key status

স্মিথের শতরান

হেডের পর এ বার শতরান করলেন স্মিথ। প্রথম দিনের শেষে মাত্র পাঁচ রান প্রয়োজন ছিল তাঁর শতরান করতে। দু'টি চার মেরে সেই শতরানের গণ্ডি পার করলেন স্মিথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement