অর্ধশতরান করলেন ট্রাভিস হেড। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়া ৩২৭ রান তুলে ফেলল প্রথম দিনেই। ভারতীয় বোলারদের অসহায় করে দিলেন স্মিথ এবং হেড।
ভারত যখন তিন উইকেট ফেলে ম্যাচ নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করছিল, সেই সময় পাল্টা মারের খেলা শুরু করেন হেড। মাত্র ১০৬ বলে শতরান করলেন তিনি।
১৪৪ বলে অর্ধশতরান স্মিথের। ধীর গতিতে ইনিংস গড়লেন। উল্টো দিকে থাকা হেড যখন একের পর এক চার মারছেন, স্মিথ সেই লোভে পা দেননি।
হেড ৬০ ও স্মিথ ৩৩ রানে ব্যাট করছেন।
মাত্র ৬১ বলে অর্ধশতরান করলেন হেড। এ বারের টেস্ট বিশ্বকাপের ফাইনালে প্রথম অর্ধশতরান করলেন তিনি।
৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৪৭। ট্রাভিস হেড ৪১ ও স্টিভ স্মিথ ২৯ রান করে খেলছেন।
মধ্যাহ্নভোজের বিরতির পরেই উইকেট নিলেন মহম্মদ শামি। তাঁর বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হলেন মার্নাশ লাবুশেন। ২৬ রান করেছেন লাবুশেন।
শার্দূল ঠাকুরের বলে ৪৩ রান করে আউট ডেভিড ওয়ার্নার। শার্দূলের বল ওয়ার্নারের ব্যাটে লেগে উইকেটরক্ষকের ডান দিকে যায়। শরীর ছুড়ে এক হাতে ভাল ক্যাচ ধরেন শ্রীকর ভরত।
১২ ওভারে ২৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৭ ও লাবুশেন ১১ রান করে ব্যাট করছেন।
ভারতীয় বোলারদের সামনে ধরে খেলছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাশ লাবুশেন। খুব একটা তাড়াহুড়ো করছেন না দুই ব্যাটার। দিনের প্রথম ঘণ্টা দেখে পার করার চেষ্টা করছেন তাঁরা।
শুরুতেই সাফল্য পেলেন সিরাজ। তাঁর বাইরের দিকে সুইং হওয়া বল উসমান খোয়াজার ব্যাট ছুঁয়ে চলে গেল শ্রীকর ভরতের দস্তানায়। শূন্য রানে ফিরলেন খোয়াজা।
ভারতের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ শুরুটা ভাল করেছেন। ওভালের পিচকে ভাল কাজে লাগাচ্ছেন তাঁরা। দু’দিকেই বল সুইং করছে। তার ফলে সহজে শট খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার দুই ওপেনার।
পিচ ও পরিবেশ দেখে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজা। উইকেটরক্ষক হিসাবে খেলছেন শ্রীকর ভরত।
ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।