ম্যাচ জেতার উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচ শেষে হোটেলের বদলে অন্য কোথাও গেলেন ভারতীয় ক্রিকেটাররা। —ফাইল চিত্র
দিল্লিতে আড়াই দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হোটেল ফিরল না ভারতীয় দল। তার বদলে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে’ গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে বেশ কিছু ক্ষণ কাটানোর পরে হোটেলে ফেরে ভারতীয় দল।
বিসিসিআই ভারতীয় দলের ছবি প্রকাশ করেছে টুইটারে। ক্যাপশনে লেখা, ‘‘মনে রাখার মতো অভিজ্ঞতা। ভারতীয় দল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে গিয়েছিল। সেখানে ভারতের সব প্রধানমন্ত্রীদের গল্প ও স্বাধীনতার পরে ভারতের বিভিন্ন কথা জানতে পেরেছে সবাই।’’ ছবিতে রোহিত, কোহলি থেকে শুরু করে রাহুল দ্রাবিড়কেও দেখা গিয়েছে। পরে এই ঘুরতে যাওয়ার ভিডিয়ো প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালেও পরিস্থিতি অতটা সহজ ছিল না বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত। বিশেষ করে অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের খেলায় দ্বিতীয় দিনের শেষে একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘‘দ্বিতীয় দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার যে ভাবে খেলছিল তাতে একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আতঙ্কিত হয়ে পড়িনি। আমরা জানতাম, অস্ট্রেলিয়ার ব্যাটাররা শট খেলবে। তাই পিচে ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম। পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। তাই জিতেছি।’’
এই পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হত ভারতকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করার চেষ্টা করেছিলেন রোহিত। সেটাই হয়েছে। ১১৫ রান তাড়া করতে হয়েছে। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘দ্বিতীয় দিন যেখানে খেলা শেষ হয়েছিল, তৃতীয় দিন তার থেকে ভাল শুরু করেছি আমরা। আমাদের চতুর্থ ইনিংসে ব্যাট করতে হত। সেটা মাথায় ছিল। তাই চেয়েছিলাম অস্ট্রেলিয়াকে যত কম রানে সম্ভব শেষ করতে। সেটা করতে পেরেছি।’’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটে নিয়েছেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। জাডেজা ৭ ও অশ্বিন ৩ উইকেট নিয়েছেন। তৃতীয় দিন সকালে তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল সেটাও ফাঁস করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘ওদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু এই ধরনের পিচে ওরা দীর্ঘ দিন খেলেছে। তাই খুব বেশি বলার কিছু ছিল না। ওদের উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম। ওরা যে রকম চেয়েছে সে রকম ফিল্ডিং সাজিয়েছি। তার ফল সবার সামনে।’’
ভারতকে এই টেস্টে খেলায় রেখেছেন অশ্বিন ও অক্ষর পটেল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একটা সময় ১৩৯ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল রোহিতদের। তার পরে শতরানের জুটি গড়েছেন দুই অলরাউন্ডার। তাঁদের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের গলায়। তিনি বলেছেন, ‘‘টেস্ট চার ইনিংসের খেলা। প্রথম ইনিংসে অক্ষর ও অশ্বিনের জুটি আমাদের খেলায় রেখেছিল। না হলে অনেকটা পিছিয়ে পড়তাম। ক্রিকেট যে দলগত খেলা তা আরও এক বার ওরা প্রমাণ করেছে।’’
দিল্লি টেস্টের পরেই শেষ দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে কোনও পরিবর্তন করা হয়নি। রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাটকে ছাড়া হয়েছিল। শেষ দুই টেস্টের জন্য তিনি আবার দলে ফিরেছেন।