ইনস্টাগ্রামে প্রথম কাউকে অনুসরণ করলেন জাডেজা। ছবি: টুইটার।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে বল হাতে দাপট দেখাচ্ছেন মূলত স্পিনাররা। দু’দলের স্পিনাররাই উইকেট পাচ্ছেন পাল্লা দিয়ে। পার্থক্য গড়ে দিচ্ছেন ব্যাটাররা। রবিচন্দ্রন অশ্বিনকে খেলার জন্য সিরিজ় শুরুর আগে বিশেষ প্রস্তুতি নিয়েছিল অস্ট্রেলীয়রা। তেমনই প্রতিপক্ষের প্রধান অস্ত্রের উপর নজর রাখছেন রবীন্দ্র জাডেজা।
দিল্লি টেস্ট জেতার পর জাডেজা নিজেই জানিয়েছেন নাথান লায়নের উপর নজর রাখার কথা। ইনস্টাগ্রামে জাডেজাকে অনুসরণ করেন ৫০ লাখ ভক্ত। অথচ জাডেজা অনুসরণ করেন মাত্র এক জনকে। কে সেই বিশেষ ব্যক্তি? বাঁহাতি অলরাউন্ডার নিজের অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘আমার বন্ধু নাথান লায়নকে ২৪ ঘণ্টা অনুসরণ করব।’’ সঙ্গে দিয়েছেন কয়েকটি হাসি মুখের ইমোজি।
এত দিন পর্যন্ত জাডেজা কাউকে অনুসরণ করতেন না ইনস্টাগ্রামে। দিল্লি টেস্ট জেতার পর লায়নকে অনুসরণ করতে শুরু করেছেন। তাও মাত্র এক দিন অনুসরণ করতে চান। কেন এমন সিদ্ধান্ত? তা অবশ্য জানাননি বাঁহাতি অলরাউন্ডার। যদিও ছবি দিয়ে নিজেই লায়নকে অনুসরণ করার কথা জানিয়েছেন। পর পর দু’টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া জাডেজা খোশমেজাজে রয়েছেন।
রবিবার অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে আউট করেন জাডেজা। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে রয়েছেন তিনি। বল এবং ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন। চলতি সিরিজ়ে পূর্ণ করেছেন ২৫০ টেস্ট উইকেট। টেস্টে ক্রিকেটজীবনের সেরা বোলিং (৪২/৭) করেছেন দিল্লিতে। পর পর দু’টি টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। টেস্ট ম্যাচে দ্বিতীয় বার ১০ উইকেট নিয়েছেন। তাঁর বল খেলতে সমস্যায় পড়ছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা। তাঁর এবং রবিচন্দ্রন অশ্বিনের দাপটে ১১৩ রানে শেষ হয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
ইনস্টাগ্রামে মাত্র এক জন কে অনুসরণ করছেন জাডেজা। ছবি: ইনস্টাগ্রাম।
দিল্লি টেস্টে জয়ের ফলে চার ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতি থেকে ভারতের সিরিজ় হারের সম্ভাবনা নেই। সিরিজ়ের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সৌরাষ্ট্রের ক্রিকেটার।