ভাল বল করলেন নেথান লায়ন। ছবি: পিটিআই
অশ্বিনকে আউট করলেন লেথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
১০৮ বলে নিজের অর্ধশতরান করলেন চেতেশ্বর পুজারা। টেস্টে ৩৫তম অর্ধশতরান হল তাঁর। এক দিক থেকে ভারতের ইনিংস ধরে রেখেছেন তিনি।
ভাল খেলছিলেন শ্রেয়স আয়ার। কিন্তু ২৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে গেলেন তিনি। দারুণ ক্যাচ ধরলেন উসমান খোয়াজা।
পুজারা ৪৩ ও শ্রেয়স ২৫ রান করে ব্যাট করছেন। ২৩ রানে এগিয়ে আছে ভারত।
৭ রান করে লায়নের বলে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। আরও চাপ বাড়ল ভারতের ব্যাটিংয়ের উপর।
১৩ রান করে ম্যাথু কুনেম্যানের বল আড়া ব্যাটে খেলতে গিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৩৪ রান পিছিয়ে ভারত।
১২ রান করে লায়নের বলে আউট হলেন রোহিত শর্মা। আরও চাপে পড়ল ভারতীয় ব্যাটিং।
ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার ইনিংস ধরার চেষ্টা করছেন। ১০ ওভারে ভারতের রান ২৪। রোহিত ১১ ও পুজারা ৪ রান করে ব্যাট করছেন।
সুযোগ কাজে লাগাতে পারলেন না শুভমন গিল। ৫ রান করে নেথান লায়নের বলে বড় শট মারতে গিয়ে বোল্ড হলেন তিনি। প্রথম ধাক্কা খেল ভারত। এখনও ৭২ রান পিছিয়ে তারা।
রোহিত শর্মা ৫ ও শুভমন গিল ৪ রান করে ব্যাট করছেন।
১৯৭ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ উইকেট নিলেন অশ্বিন।
মাত্র ১১ রানে শেষ ৫ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। শূন্য রানে উমেশের বলে বোল্ড হয়ে ফিরলেন টড মারফি।
৩ রান করে অশ্বিনের বলে আউট ক্যারে। ৫ ওভারে ৪ উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার।
হঠাৎ করেই উমেশ যাদবের পেসের সামনে সমস্যায় পড়ল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে ১ রানের মাথায় বোল্ড করলেন তিনি।
পর পর দু’ওভারে ২ উইকেট পড়ল। এ বার ২১ রানের মাথায় ক্যামেরন গ্রিনকে আউট করলেন উমেশ যাদব।
১৯ রানের মাথায় হ্যান্ডসকম্বকে আউট করলেন অশ্বিন। দ্বিতীয় দিন প্রথম ধাক্কা দিলেন তিনি।