India vs Australia

বিশ্বকাপের আগে বোলিং, ফিল্ডিং নিয়ে মাথায় হাত রোহিতের, হেরে কী বললেন ভারতীয় অধিনায়ক

প্রথমে ব্যাট করে ২০৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। ব্যর্থ দলের বোলাররা। ম্যাচ হেরে হতাশ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২৩:১০
Share:

হারের দায় কাদের উপর চাপালেন রোহিত! —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা খেয়েছেন রোহিত শর্মারা। এত রান করেও কেন হারতে হল, ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক। রোহিতের মতে, খারাপ বোলিং ও ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে তাঁদের। বিশ্বকাপের আগে চিন্তায় রয়েছেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘আমরা ভাল বল করিনি। ২০০ রান কম নয়। কিন্তু বল করতে নেমে আমরা নিজেদের কাজ করতে পারিনি। বোলাররা ব্যর্থ। আমাদের ফিল্ডিংও খারাপ হয়েছে। এত ক্যাচ ফস্কালে ম্যাচ জেতা যাবে না।’’

শেষ চার ওভারে প্রায় ৬০ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকেই ম্যাচ জিততে পারেনি ভারত। তার কারণ হিসাবে সঠিক সময়ে উইকেট না তুলতে পারাকে দায়ী করেছেন রোহিত। তিনি বলেন, ‘‘যে সময়ে আমাদের উইকেট তুলতে হত সে সময়ে সেটা পারিনি। উইকেট না তুলতে পারলে ম্যাচ জেতা যায় না। বোলাররা আর একটু নিয়ন্ত্রিত বল করতে পারলে খেলার ছবিটা অন্য রকম হত। পরের ম্যাচের আগে আমাদের এই ভুল শুধরে নামতে হবে।’’

Advertisement

তবে দলের ব্যাটারদের প্রশংসা করেছেন রোহিত। বিশেষ করে হার্দিকের কথা বলেছেন তিনি। রোহিতের কথায়, ‘‘প্রতি ম্যাচে ২০০ করা যায় না। ব্যাটাররা নিজেদের কাজ করেছে। হার্দিক ভাল ছন্দে রয়েছে। ও কী করতে পারে সেটা সবাই জানে। নিজের ক্ষমতার উপর ভরসা রেখেছে হার্দিক। সেটা দেখে ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement